তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

আন্দোলনের মুখে যবিপ্রবি বন্ধ ঘোষণা, ২৭ শিক্ষার্থী আটক

আন্দোলনের মুখে যবিপ্রবি বন্ধ ঘোষণা, ২৭ শিক্ষার্থী আটক
[ভালুকা ডট কম : ২৬ এপ্রিল]
পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ছাত্রদের এবং বুধবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, গ্রীস্মের ছুটি এগিয়ে এনে ২৭ এপ্রিল থেকে ১১ মে করা হয়েছে।এ ঘটনায় ক্যাম্পাসে অভিযান চালিয়ে পুলিশ ২৭ শিক্ষার্থীকে আটক করেছে।উপাচার্য আব্দুস সাত্তার বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্তের জেরে গত ১০ ডিসেম্বর শিক্ষার্থীদের মারধরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী বাদল আহত হওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করে।এই বহিষ্কারের সুপারিশ বাতিলের দাবিতে ১০ এপ্রিল থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছে শিক্ষার্থীরা।

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিলে সেখানে উপাচার্যসহ কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।পরে কর্তৃপক্ষ পুলিশের সহায়তা চাইলে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ২৭ শিক্ষার্থীকে আটক করে। এ অবস্থায় আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা পিছু হটে যায় বলে জানান তিনি।উপাচার্য বলেন, এ ঘটনার পর কর্তৃপক্ষ জরুরি সভা করে বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল জানান, ২৬ মে থেকে ১০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত ছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে ওই ছুটি ২৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদেরকে শহীদ মসিয়ুর রহমান হল এবং বুধবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদেরকে শেখ হাসিনা হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই