তারিখ : ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় পল্লী বিদ্যুৎ এর লোডশেডিং প্রতিবাদে দেড় ঘন্টা মহা সড়ক অবরোধ

ভালুকায় পল্লী বিদ্যুৎ এর লোডশেডিং প্রতিবাদে দেড় ঘন্টা মহা সড়ক অবরোধ
[ভালুকা ডট কম : ২৭ এপ্রিল]
ভালুকা উপজেলার  সিডস্টোর এলাকায় পল্লী বিদ্যুৎ এর সীমাহীন লোডশেডিং এর প্রতিবাদে বুধবার বিকালে স্থানীয় যুবক,মহিলা,ব্যবসায়ী ও সাধারণ জনগণ একত্রিত হয়ে প্রথমে মানব বন্ধন পরে ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক অবস্থান নিয়ে রাস্তা ব্যারিকেড দেয়। প্রায় একঘন্টা ব্যারিকেড থাকায় এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানাযায়,ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সীমাহীন লোডশেডিংএ  অতিষ্ঠ হয়ে বুধবার বিকালে সীডস্টোর এলাকার সাধারণ মানুষ  প্রথমে মানব বন্ধন করে প্রতিবাদ সামাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সীডস্টোর বাজার ব্যবাসায়ী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক আতাউর রহমান, আলমাছ উদ্দিন, আনোয়ার হোসেন,শফিকুল ইসলাম,ডালি,নাজমুল হক হৃদয়,রণি। বিকালে সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ  মহা সড়ক ব্যারিকেড দিয়ে রাখে। মহা সড়ক অবরোধ থাকায় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ যানজটের কারনে ও ভ্যাপসা গরমে যাত্রীদের ব্যাপক কষ্ট করতে দেখা যায়।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হজরত আলী উপস্থিত হয়ে আগামী এক সপ্তাহের মাঝে বিদ্যুৎ সমস্যার সমাধানের আশ্বাস দিলে  ব্যারিকেড তোলে নেয়া হয়।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই