তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

অজ্ঞান না করেই ভ্যারিকোস ভেইন অপারেশন!

অজ্ঞান না করেই ভ্যারিকোস ভেইন অপারেশন!
[ভালুকা ডট কম : ২৯ মে]
এই প্রথম বাংলাদেশে সংজ্ঞাহীন না করে শুধুমাত্র অবশ করে ভ্যারিকোস ভেইন বা আঁকাবাঁকা শিরার চিকিৎসা করা হয়েছে। রাজধানীর মোহাম্মাদপুরের আল মানার হাসপাতালে গত বৃহস্পতিবার এ অপারেশন সম্পন্ন করেন ভাসকুলার বিশেষজ্ঞ টিম।এই টিমের প্রধান হিসেবে সার্জন ডা. এস এম জি সাকলায়েন রাসেল এবং তার সহকারী হিসেবে উপস্থিত ছিলেন ভাসকুলার সার্জন ডা. রকিবুল হাসান অপু।বরিশালের সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী ঢাকায় এসেছিলেন তার ডান পায়ের কিছু শিরা বেশ কয়েকবছর যাবৎ ফুলে গিয়ে আঁকাবাঁকা হয়ে যায়। এ ধরনের সমস্যাকে চিকিৎসকরা ‘ভ্যারিকোস ভেইন’ বলে থাকেন।

অতীতে কোমর থেকে অবশ করে এ অপারেশন করা হত। কিন্তু এই প্রথম বাংলাদেশে এ ধরনের কোনো রোগীর অপারেশন লোকাল অ্যানেসথেশিয়া বা স্থানীয়ভাবে অবশ করে করা হল। রোগীর হার্টের সমস্যা, অ্যাজমা সমস্যা থাকায় স্থানীয়ভাবে অবশ করে অপারেশন করা হয়েছে। এতে প্রচলিত অপারেশন পদ্ধতির পাশাপাশি ইনজেকশন থেরাপিরও ব্যবস্থা করা হয়।অপারেশন টিমের প্রধান ডা. সাকলায়েন ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কার্ডিও-ভাসকুলার সার্জারিতে উচ্চতর ডিগ্রি নেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে ভাসকুলার সার্জারি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।সাইফুল ইসলামের অপারেশন প্রসঙ্গে তিনি বলেন, ‘রোগী এখন সম্পূর্ণ সুস্থ এবং অপারেশনের ৬ ঘণ্টা পরেই ঢাকা থেকে তার নিজ জেলায় চলে গেছেন।’সাইফুলের এই অপারেশনের জন্য খরচ  হয়েছে ৫ হাজার ২শ টাকা। প্রথমবারের মতো বলে এই অপারেশনের জন্য কোনো টাকা নেননি সাকলায়েন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ আর জাতীয় হৃদরোগ হাসপাতালে সরকারি পর্যায়ে ৫ হাজার টাকার মধ্যে এই অপারেশন সম্ভব হলেও বেসরকারি পর্যায়ে প্রায় ১৫ হাজার টাকা খরচের কথা জানান তিনি। দেশের বিভিন্ন বেসরকারি পর্যায়ে এই অপারেশনের সুযোগ থাকলেও ভাসকুলার সার্জন দেশে প্রায় ১৫ জন।রোগীর সঙ্গে খোশগল্প করতে করতে মাত্র দেড় ঘণ্টার মধ্যে অপারেশন সম্পন্ন করেন ডা. সাকলায়েন। প্রথম অপারেশন হিসেবে ভেতরে ভেতরে চিকিৎসক প্রধানের টেনশন কাজ করলেও অন্যদের বুঝতে দেননি তিনি।সাকলায়েনের উদ্যোগে বাংলাদেশে প্রথম কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই সর্বাধুনিক লেজার ভ্যারিকোস ভেইন অপারেশন শুরু হয় এবং এখন পর্যন্ত প্রায় ১২০ জন রোগী এ ধরনের চিকিৎসা নিয়ে সুস্থ আছেন।আগে পুরো পায়ের বিভিন্ন জায়গায় কেটে এ অপারেশন করা হত। তবে স্থানীয়ভাবে অবশ করে অপারেশনের সময় রোগীর ঝুঁকি কমাতে একজন অ্যানেস্থেসিওলজিস্টকে সার্বক্ষণিক উপস্থিত রাখার জন্য তিনি পরামর্শ দিয়েছেন।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই