তারিখ : ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

অ্যাপল ওয়াচে যুক্ত হচ্ছে ক্যামেরা

অ্যাপল ওয়াচে যুক্ত হচ্ছে ক্যামেরা
[ভালুকা ডট কম : ১৮ জুন]
অ্যাপল ওয়াচের পরবর্তী ভার্সনের নতুন দু’টি প্যাটেন্ট অনলাইনে ছড়িয়ে পড়েছে। আর এসব প্যাটেন্টের একটিতে দেখা যাচ্ছে স্মার্টওয়াচটিতে যুক্ত হচ্ছে ক্যামেরা। তবে অপর একটি প্যাটেন্ট বলছে, এতে কয়েকটি বাটনও যুক্ত হতে যাচ্ছে।

প্যাটেন্টে দেখা যায়, ইউজার ইন্টারফেসে প্রথমেই রয়েছে ক্যামেরা অপশন। এটি ওয়াচের ওপরের অংশেই থাকবে। যার ফলে ব্যবহারকারী এর মাধ্যমে ভিডিওসহ নিজের ছবিও তুলতে পারবেন।অপর এক প্যাটেন্টে দেখা যায়, অ্যাপল ওয়াচের বাম পাশে নতুন করে কিছু বাটন যুক্ত করা হচ্ছে।

বর্তমানে এর ডান পাশের বাটনটি ক্রাউন বাটন নামে পরিচিত হলেও নতুন বাটনগুলোর এখনও কোনো নাম দেওয়া হয়নি। এছাড়া এগুলোর বাহ্যিক কোনো অস্তিত্ব থাকবে কিনা সে বিষয়েও কিছু জানা যায়নি।তাই আপাতত গুঞ্জনেই নির্ভর করতে হচ্ছে প্রযুক্তিপ্রেমীদের।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই