তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

শৈলকুপায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তি সমাবেশ

শৈলকুপায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তি সমাবেশ
[ভালুকা ডট কম : ২৪ জুলাই]
ঝিনাইদহের শৈলকুপায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শৈলকুপা সিটি ডিগ্রী কলেজের আয়োজনে রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম ও শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম।

এছাড়াও কলেজের উপাধ্যক্ষ নাজমুন নাহার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, বর্তমান সাধারণ সম্পাদক শামীম আর রশিদ শামীম জোয়ার্দ্দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, নিরীহ মানুষ হত্যা করাকে ইসলাম কোন দিন সমর্থন করে না। আজ যারা ইসলামের দোহায় দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে, তারা পথভ্রষ্ট। বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে।

এ দেশের কোন নাগরিক যেন এই ঘৃণিত কাজের সাথে জড়িত না হতে পারে সে বিষয়ে সর্বদা সকলকে সতর্ক থাকতে হবে। কোন শিক্ষার্থী যাতে জঙ্গি সংগঠনের প্রলোভনে না পড়ে সে দিকেও তোমাদের খেয়াল রাখতে হবে। সন্দেহজনক কিছু চোঁখে পড়লেই সাথে সাথে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান বক্তারা।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই