তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ধানঘরা উচ্চবিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন,সাংবাদিক সম্মেলন

কবি মহাদেব সাহার স্মৃতি বিজড়িত
ধানঘরা উচ্চবিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন,সাংবাদিক সম্মেলন
[ভালুকা ডট কম : ২৪ জুলাই]
কবি মহাদেব সাহার শৈশব ও যৌবনের স্মৃতি বিজড়িত রায়গঞ্জ সদরেরর ঐতিহ্যবাহী প্রাচীন ধানঘরা মডেল উচ্চবিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী ধানগড়া চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 এরপর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক হানিফ উদ্দিন সরকারের সভাপতিত্বে সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ তফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিদ্যালয় সভাকক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে সভাপতি বলেন- ১৯৫০ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত উক্ত বিদ্যালয় এলাকায় মাধ্যমিক শিক্ষাদানে একমাত্র ধারাবাহিকভাবে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। কবি মহাদেব সাহা এই বিদ্যালয়ের ছাত্র ও পরবর্তীকালে শিক্ষক ছিলেন। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ অবনী মোহন দে ও কবি সমুদ্র গুপ্ত এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। এছাড়াও সচিব, ব্যারিষ্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছেন।

ধানঘরা মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় হাজার। বিদ্যালয়ে শহীদ মিনার, শিক্ষক কোয়ার্টার, গার্ড শেড, সীমানা প্রাচীর, ১১টি দোকান সম্বলিত মার্কেট, ৩ হাজার গ্রন্থ সমৃদ্ধ বিশাল পাঠাগার, পাঠদানের জন্য মোট ৩০টি কক্ষ বিশিষ্ট ২ টি ত্রিতল, ১টি দ্বিতল ও ১ টি  টিন শেড ভবন ও একটি বিশাল খেলার মাঠ বিদ্যমান। এই মাঠে জাতীয় দিবস সমূহ উদযাপিত হয়ে থাকে। সকল যোগ্যতার ভিত্তিতে ১৯১১ খৃষ্টাব্দে বিদ্যালয়টি মডেল উচ্চবিদ্যালয় হিসাবে অনুমোদন লাভ করে।

রায়গঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্র অবস্থিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া ও স্কাউট সার্ক- জাম্বুরিতে জাতীয় পর্যায়ে একাধিকবার বিশেষ যোগ্যতা প্রমানকারী বিদ্যালয়টি জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রী বরাবরে দাবি জানানো হয়। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই