তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে স্বাক্ষরবিহীন প্রবেশপত্রে অনুষ্ঠিত হলো প্রাথমিক শিক্ষা সমাপনীর মডেল টেস্ট পরীক্ষা

গৌরীপুরে স্বাক্ষরবিহীন প্রবেশপত্রে অনুষ্ঠিত হলো প্রাথমিক শিক্ষা সমাপনীর মডেল টেস্ট পরীক্ষা
[ভালুকা ডট কম : ২৫ সেপ্টেম্বর]
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে রোববার (২৫ সেপ্টেম্বর/১৬) প্রাথমিক শিক্ষা সমাপনী’র ১ম মডেল টেস্ট পরীক্ষায় কর্তৃপক্ষের স্বাক্ষরবিহীন প্রবেশপত্রেই সরকারি, বেসরকারি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনের ৭হাজার ২০৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে!

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিখা থাকলেও নেই তাঁর স্বাক্ষর, ক্ষুব্দ অভিভাবকরা জানান, তাদের সন্তানদের পরীক্ষা নিয়ে এ দপ্তরটি গাফিলতি করেছে। কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন প্রবেশপত্রও পায়নি, শুধু রোল নম্বর জানিয়ে দেয়া হয়েছে। অপরদিকে অভিযোগ উঠেছে, প্রত্যেক শিক্ষার্থীদের নিকট থেকে ফি হিসাবে ৪০টাকা করে ২লক্ষ ৮৮হাজার ৩৬০টাকা ব্যয়েও রয়েছে নানা অনিয়ম। পরীক্ষা কমিটির মাধ্যমে কাগজ, প্রশ্ন ও প্রবেশপত্র ছাপাসহ আনুসাঙ্গিক কর্মকা- পরিচালিত হয়ে, অনিয়মের কোন সুযোগ নেই বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জহির উদ্দিন।

পৌর শহরের সরয়ূবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাম প্রকাশে কয়েকজন শিক্ষক জানান, এ প্রবেশপত্র নিয়ে তাদের অভিভাবকদের নিকট নাজেহালও হতে হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজত আলী জানান, যেহেতু আমাদের স্বাক্ষরের কোন কলাম নেই, তাদের স্বাক্ষরবিহীন প্রবেশপত্র ইস্যু করতে বাধ্য হয়েছি।

প্রবেশপত্র ইস্যুকারী হিসাবে প্রধান শিক্ষক হওয়ার কথা ছিলো প্রিন্টিংয়ে ভুলে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ছাপা হয়েছে, তবে স্বাক্ষরবিহীন প্রবেশপত্র শিক্ষার্থীদের নিকট দেয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জহির উদ্দিন জানান, আমি প্রধান শিক্ষকদের নিকট ম্যাসেজ দিয়ে ছিলাম, তাদের সীলযুক্ত স্বাক্ষর দিয়ে দেয়ার জন্য।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই