তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষোভ

কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষোভ
[ভালুকা ডট কম : ২৯ সেপ্টেম্বর]                
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। এসময় আট শতাধিক লাইন বিচ্ছিন্ন এবং ৭শত ফুট পাইপ জব্দ করা হয়। এতে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, এক বছর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের মূল সঞ্চালন পাইপ লাইন থেকে রাতের আঁধারে উপজেলার কালামপুর এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়। ওই সময় স্থানীয় দালালরা অবৈধ গ্যাস লাইন বৈধ করার প্রলোভন দিয়ে গ্রাহকের কাছ থেকে রাইজার প্রতি ৪০-৫০ হাজার  টাকা হাতিয়ে নেয়। দালালের প্রলোভনে পড়ে এলাকার লোকজন হাঁস-মুরগি, গরু-ছাগল, গাছপালাসহ বিভিন্ন মুল্যবান জিনিস বিক্রি করে  টাকা দেয়। টাকা পেয়ে দালালরা ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার অবৈধ সংযোগ রয়েছে। এতে আশপাশের এলাকা গুলোতে বৈধ গ্রাহকদের গ্যাসের সংকট দেখা দেয়। বিষয়টি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের নজরে এলে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকার মূল সঞ্চালন পাইপ থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এসময় প্রায় ৭শত ফুট পাইপ জব্দ করা হয়। এতে উপজেলার কালামপুর মৌজার বিভিন্ন স্থানে প্রায় আট শতাধিক লাইন উচ্ছেদ করা হয়েছে। এসময় ওই এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই