তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ত্রিশালে বিনামূল্যে চক্ষু শিবির

ত্রিশালে বিনামূল্যে চক্ষু শিবির
[ভালুকা ডট কম : ২১ অক্টোবর]
ময়মনসিংহের ত্রিশালে লায়ন্স ক্লাব অব ঢাকা ডেফোডিল এর ব্যবস্থাপনায় ত্রিশাল প্রেসক্লাব ও ইনফিনিটি মেঘামলের সার্বিক সহযোগিতায় শুক্রবার স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

দিন ব্যাপী চক্ষু শিবিরের উদ্বোধণী অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা ডেফোডিল প্রেসিডেন্ট নাঈমূল হক খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এমকে বাশার পিএমজিএফ জেলা গভর্নার। ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-লায়ন হাবিবা হাসান,২য় ভাইস জেলা গভর্নার,ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। ইনফিনিটি.লুবনান মেঘামলের ব্যবস্থাপনা পরিচালক নাজমূল হক খাঁন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, লায়ন্স ক্লাব অব ঢাকা ডেফোডিলের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, ত্রিশাল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম শামীম,সাঃ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান প্রমুখ। এসময় প্রায় ৫ শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
     
লায়ন্স ক্লাব অব ঢাকা ডেফোডিল প্রেসিডেন্ট নাঈমূল হক খাঁন বলেন-উক্ত চক্ষু শিবিরে যেসব রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে এসব রোগীদের মধ্য থেকে যাদের চোখের সমস্যা বেশী অপারেশন করতে হবে তাদের ৫০ জনের তালিকা প্রনয়ন করা হয়েছে। এই ৫০ জন রোগীকে কয়েক দিন পর আমাদের নিজস্ব খরচে ত্রিশাল থেকে ঢাকায় নিয়ে গিয়ে  আগারগাঁও লায়ন চক্ষু হাসপাতালে বিনা মূল্যে চোখের অপারেশন করা হবে।  #




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই