তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

জেডিসি পরীক্ষা কেন্দ্র ত্রিশাল বহিস্কৃত সচিব দিয়েই চলছে মাদরাসা পরীক্ষা কেন্দ্র-১

জেডিসি পরীক্ষা কেন্দ্র ত্রিশাল বহিস্কৃত সচিব দিয়েই চলছে মাদরাসা পরীক্ষা কেন্দ্র-১
[ভালুকা ডট কম : ১৪ নভেম্বর]
ময়মনসিংহের ত্রিশালে বহিস্কৃত কেন্দ্র সচিব দিয়েই চলছে চলমান জুনিয়ার দাখিল সার্টিফিকেট পরীক্ষা। চলতি বছরে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় বিভিন্ন অনিয়মের অভিযোগে বহিস্কৃত কেন্দ্র সচিব ত্রিশাল আব্বাছিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল হক চলমান জেডিসি পরীক্ষায়ও কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

জানাযায়, চলতি বছরে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় মাদরাসা পরীক্ষা কেন্দ্র-১ কেন্দ্র সচিব মোঃ ফজলুল হককে কেন্দ্রের সপরীক্ষার্থীদের সহযোগিতাসহ কেন্দ্র পরিচালনায় বিভিন্ন অভিযোগের কারনে পুনরাদেশ না দেয়া পর্যন্ত অত্র বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরবর্তী পরীক্ষা সংক্রান্ত কোন দায়িত্ব না দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। ২৮/৩/২০১৬ ইং তারিখে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নাজমুল হুদা স্বাক্ষরিত স্মারক নং-বামাশিবো/পরী/আলিম-১৬/৭৫৩ মূলে পত্রে এ আদেশ প্রদান করা হলেও অদৃশ্য শক্তির বলে চলতি বছরে অনুষ্ঠিত ফাযিল ও বর্তমানে চলমান জেডিসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করে যাচ্ছেন।পত্রে পুনরাদেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও পুনরাদেশ ছাড়াই দায়িত্ব পালন করে যাচ্ছেন মাদরাসা পরীক্ষা কেন্দ্র-১ এর সচিব ও ত্রিশাল আব্বাছিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হক।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা চাঁন মিয়া জানান, পরীক্ষা কমিটির আলোচনা সভায় আমাদেরকে কেন্দ্র সচিব ভুল তথ্য দিয়ে সচিবের দায়িত্ব নিয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন জানান, বিষয়টি আমি শুনেছি, উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে খোঁজ নিয়ে জানানোর জন্য বলা হয়েছে এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডেও বিষয়টি অবগত করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে বাংলাদেশ শিক্ষা বোর্ডের ময়মনসিংহ অঞ্চলিক কার্যালয়ের দায়িত্বরত সহকারী মাদরাসা পরিদর্শক মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, বিষয়টির সত্যতা আমিও পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনকে অবগত করা হয়েছে।

কেন্দ্র সচিব ও ত্রিশাল আব্বাছিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হক জানান, আলিম পরীক্ষায় সচিবের দায়িত্ব থেকে বিরত থাকার জন্য চিঠি দেওয়া হয়েছিল দাবী করলেও পত্রে পুনরাদেশ না দেয়া পর্যন্ত মাদরাসা বোর্ডের পরবর্তী পরীক্ষা সংক্রান্ত কোন দায়িত্ব না দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। জেডিসি পরীক্ষার সচিবের দায়িত্বের বৈধতার বিষয়ে তিনি কোন স্পষ্ট উত্তর দিতে পারেননি।

অপরদিকে শনিবার মাদরাসা পরীক্ষা কেন্দ্র-১ ত্রিশাল আব্বাছিয়া ফাযিল মাদরাসায় নকলে সহযোগিতার কারনে চকরামপুর ফাযিল মাদরাসার শিক্ষিকা কক্ষ পরিদর্শক শেফালী আক্তারের ব্যাগে গাইড বই পাওয়ায় এবং অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকায় মাদরাসা পরীক্ষা কেন্দ্র-২ বাগান ইসলামিয়া আলিম মাদরাসার কক্ষ পরিদর্শক মোঃ মজিবুর রহমান ও নায়েব আলী নামে ৩জনকে বহিস্কার করা হয়। একই দিন নকলের অপরাধে মাদরাসা পরীক্ষা কেন্দ্র-১ এ এর ৪শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই