তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁও সরকারী কলেজে পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ভাংচুর,আহত-৫

গফরগাঁও সরকারী কলেজে পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ভাংচুর,আহত-৫
[ভালুকা ডট কম : ২৪ নভেম্বর]
বৃহস্পতিবার ময়মনসিংহের গফরগাঁও সরকারী কলেজে পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ক্যাম্পাসে হামলা ও ভাংচুর করেছে শিক্ষার্থীরা।হামলায়  শিক্ষক শিক্ষার্থীসহ আহত হয়েছে কমপক্ষে ৫জন।

 জানাযায়,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫-১৬ বছরের ডিগ্রী প্রথম বর্ষের ফরম পূরণ শুরু হয় গত তিন দিন আগে।ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ৩হাজার ৮৮০টাকা এবং মনবিক বিভাগে ৩হাজার ৭৮০টাকা নির্ধারণ করেন কলেজ কর্তৃপক্ষ।কিন্তু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।এক পর্যায়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে অধ্যক্ষের কক্ষসহ কলেজের বিভিন্ কক্ষে হামলা চালিয়ে ভাংচুর করে।এসময় হামলায় কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া ফেরদৌসি,রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান,দ্বিতীয় বর্ষের ছাত্রী স্মৃতি আকতার ও কলেজের মহিলা পিয়ন হামিদা খাতুনসহ কমপক্ষে ৫জন আহত হয়।খরব পেয়ে ক্যাম্পাসে পুলিশ উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।পরীক্ষার্থী হেপী আক্তার অভিযোগ করে বলন,বিগত বছর একই বর্ষের ফরম পূরণের জন্য নেওয়া হয়েছিল ১হাজার ২শ টাকা।আর এবছর আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৩ হাজার ৭৮০টাকা করে।
 
এব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর আমির হোসেন বলেন,সরকারী নীতিমালার বাইরে কোন পরীক্ষার্থীকে এক টাকাও বেশী ধার্যকরা হয়নি।শিক্ষার্থীদের দাবি যুক্তিসংগত নয়।তারা আমার কাছে অন্যায় আবদার করছে।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই