তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রাণীনগরে অজ্ঞাত রোগে আক্রান্ত মেহেদির পাশে জেলা প্রসাশক

রাণীনগরে অজ্ঞাত রোগে আক্রান্ত মেহেদির পাশে জেলা প্রসাশক
[ভালুকা ডট কম : ০৭ ডিসেম্বর]
নওগাঁর রাণীনগরে অজ্ঞাত রোগে আক্রান্ত মেহেদি হাসান (৮) এর বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর নওগাঁর জেলা প্রশাসক ড: মো: আমিনুর রহমান তার সহযোগীতার হাত নিয়ে ছুটে গেলেন রাণীনগর উপজেলার ভবানীপুর গ্রামে মেহেদির বাড়ীতে।

গত ৮ বছর ধরে অজানা এই  রোগে আক্রান্ত মেহেদির দুর্বিষহ জীবন-যাপনের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর নওগাঁর জেলা প্রশাসক জানতে পেরে মঙ্গলবার বিকেলে মেহেদির চিকিৎসার খোঁজ খবর নিতে তার বাড়িতে যান। তিনি ওই পরিবারকে আশ্বাস দিয়ে বলেন, মেহেদির চিকিৎসার জন্য এসপ্তাহের মধ্যেই নওগাঁর সিভিল সার্জনকে দেখিয়ে তার পরামর্শক্রমে দেশের সরকারী পর্যায়ে সর্বোচ্চ হাসপাতালে সু-চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তাৎক্ষনিক ভাবে তার মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম এমপি’র পক্ষ থেকে ৫ হাজার টাকার চেক ও জেলা প্রশাসক নিজে নওগাঁ যাতায়াত খরচ বাবদ কিছু নগদ অর্থ মেহেদিকে প্রদান করেন এবং সরকারি পর্যায়ের সহযোগিতার জন্য মেহেদির বাবা আজাদকে তার বরাবর একটি আবেদন দেওয়ার জন্য বলেন।

জানা গেছে, ভবানীপুর গ্রামের আবুল কালামের ছেলে মেহেদি হাসান জন্মের মাত্র ১৩ দিন পর থেকেই শরীরের বিভিন্ন অংশে চামরা ফেটে রক্ত ঝরতে থাকে। বয়স বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে গোটা শরীরে বিস্তার লাভ করে। এতে করে তার চলা ফেরা, খাওয়া দাওয়াসহ শারীরিক নানান যন্ত্রনায় দীর্ঘ ৮ বছর ধরে জীবন যাপন করছে সে।কিন্তু ভ্যান চালক গরীব পিতা প্রাথমিক ভাবে ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গেলে ডাক্তার রোগ সনাক্ত করতে না পারায় বিরল যন্ত্রনায় জীবন-যাপন করতে থাকে। এমন খবর বিভিন্ন জাতীয় ও স্থাণীয় পত্রিকায় প্রকাশ হলে নওগাঁর জেলা প্রসাশক ড: মো: আমিনুর রহমানের দুষ্টিগোচর হলে তিনি ছুটে আসেন মেহেদির বাড়িতে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব, সহকারি কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন, এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসানাত খান হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রেজাউল ইসলাম প্রমূখ ।#

 



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই