তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনি ম্যারাথন উৎসব

গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনি ম্যারাথন উৎসব
[ভালুকা ডট কম : ১৪ ডিসেম্বর]
লাল-সবুজের পতাকা উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে বুধবার (১৪ ডিসেম্বর/১৬) মহান বিজয় দিবস মিনি ম্যারাথন উৎসবের উদ্বোধন করেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুর রহিম।

দেশসেরা পাঠকনন্দিত দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে ভালুকা ডট কম, হজ্ব এজেন্সি স্কাই হলিডেজ, আই ফ্যাশন, মেসার্স তন্নি-মুন্না এন্টারপ্রাইজের সহযোগিতায় ১ম পর্বে ২৫ তদোর্ধ নারী ও ২৫-৪০বছর বয়সী পুরুষদের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৪০উর্ধ্ব পুরুষদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আজকের বিজয়ীরা হলেন পর্যায়ক্রমে বেগম রোকেয়া গ্রুপে আফরোজা সুলতান দোয়েল, প্রতিমা রানী সরকার, চায়না রানী সরকার, মন্দিরা, লাবনী আক্তার, নাছিমা আক্তার। শহীদ সিরাজ-মঞ্জু-মতি গ্রুপে নারয়ন সরকার, মোঃ ওমর ফারুক, মোঃ আব্দুল হালিম, মোঃ আরিফ হাসান, আরিফুল ইসলাম, হিমেল, শুভঙ্কর ঘোষ মিঠু, মোঃ আনিছুল আলম, এ জেড এম মাকসুদুল আলম, রবিন আচার্য্য, নুর-ই-আলম।

বিজয়ীদের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর পরিচালক মুক্তিযোদ্ধা রতন সরকার, বিশেষ অতিথি গৌরীপুর থানার ওসি মোর্শেদুল হাসান খান, পৌর কাউন্সিলার আব্দুল কাদির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, ডাঃ একেএম মাহফুজুল হক, প্রধান শিক্ষক শাহজাহান পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন ক্রীড়া ব্যক্তিত্ব মোয়াজ্জেম হোসেন, এনায়েত হোসেন শামীম, আব্দুল মালেক, আমিরুল মোমেনীন, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, লেখক সংঘের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না।

পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও মহান বিজয় দিবসের মর্মবাণী নবপ্রজন্মের নিকট পৌঁছে দেয়ার অঙ্গিকারে বক্তব্য রাখেন গৌরীপুর লেখক সংঘের সভাপতি ছড়াকার আজম জহিরুল ইসলাম, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, আই ফ্যাশনের পরিচালক আনিছুল আলম, যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে শৃঙ্খলার রক্ষার দায়িত্বে ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর গৌরীপুর সরকারি কলেজ কন্টিনজেন্ট।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

খেলাধুলা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই