তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন বরন অনুষ্ঠিত

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে  নবীন বরন অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ১২ ফেব্রুয়ারী]
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠিত হয়।নবীন বরন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।প্রধান বক্তার বক্তব্য রাখেন  আইটি আইকন এবং বিজয় কীবোর্ডের উদ্ভাবক  মোস্তফা জব্বার।
               
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও নবীন বরন উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর এমএমএম শামসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন  প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, কলা অনুষদের ডীন প্রফেসর ড. মুশাররাত শবনম।
      
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.জাহিদুল কবীর,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি শাব্বির আহমেদ,সাধারন সম্পাদক আপেল মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন রবীন বরন উদযাপন কমিটির সদস্য সচিব ও চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাসুম হাওলাদার।  নবীনদের পক্ষ হতে তাদের অনুভূতি ব্যক্ত করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র রিয়েল সরকার, লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের ছাত্রী তিয়ানা রহমান তুষ্টি,অর্থনীতি বিভাগের ছাত্র জয়া বর্মণ।

অনুষ্ঠঅন পরিচালনা করেন  থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রভাষক  মাজহারুল হোসেন তোকদার। পরে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায়  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই