তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভালুকায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ২০ ফেব্রুয়ারী]
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের পরামর্শ ও দিকনির্দেশনায় ২০ মার্চ সোমবার ভালুকার হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ভাষণ প্রতিযোগিতার উদ্যেক্তা, উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন অাহমেদ ধনু, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির, শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক কিরণ, বান্দিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খান, মোস্তফা এমএ মতিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান, আফতাব উদ্দিন কারিগরি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসা আগত শিক্ষক-শিক্ষিকা ও প্রতিযোগীবৃন্দ। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ভালুকা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন ও সোনার বাংলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহীন জামান।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে জাতীয় ভাষণ হিসেবে ঘোষণার প্রস্তাব রাখেন। এরই ধারাবাহিকতায় সোমবার হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে ভালুকা পৌরসভা ও মল্লিবকবাড়ি ইউনিয়নের  স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।ভাষণ প্রতিযোগিতায় মল্লিকবাড়ী ইউনিয়নের স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ান হয় হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রাজিয়া সুলতানা । মাদ্রাসা পর্যায়ে মল্লিকবাড়ী পি পি আই জি দাখিল মাদ্রাসার ছাত্রী জেসমিন অাক্তার। ভালুকা পৌরসভার স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ান হয় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুবর্ণ সরকার ও মাদরাসা পর্যায়ে ভালুকা ফাযিল মাদরাসার ছাত্র শারফুল। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই