তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ত্রিশালে কম্পিউটার ও আইটি অলিম্পিক ২০১৭ পুরস্কার বিতরনী অনুষ্ঠান

ত্রিশালে কম্পিউটার ও আইটি অলিম্পিক ২০১৭  পুরস্কার বিতরনী অনুষ্ঠান
[ভালুকা ডট কম : ২৫ মার্চ]
শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পাওয়ার আইটি অর্গানাইজেশনের আয়োজনে কম্পিউটার ও আইটি অলিম্পিক ২০১৭  পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহীত উল আলম বলেন-

উদ্ভাবন আর প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে দেশের উন্নয়ন  করা সম্ভব। এ দুটো একটি আরেকটির পরিপূরক। আইটি হলো সময়ের দ্রুততা। এক সময় যে কাজ করতে অনেক সময় ব্যয় করতে হত তা আজ হাতের মুঠোয় এটাই হলো তথ্য প্রযুক্তি সফলতা। প্রতিটা শিক্ষার্থীকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। এ যুগে আইটি উপর জ্ঞান না থাকলে বিশ্বের কাছে নিজেকে উপস্থাপন করা যাবেনা। প্রতিযোগীতার বাজারের নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

পাওয়ার আইট অর্গানাইজেশনের সভাপতি ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও মহা পরিচালক জিম্মানুল আনোয়ারের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যান সমিতির সভাপতি নাজমুল ইসলাম, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান,নাসিরাবাদ ইন্সটিটিউট এর চেয়ারম্যান আব্দুল মতিন, ত্রিশাল সদর ইউপি চেয়ারম্যান জাহিদ আমীন, রামপুর ইউপি চেয়ারম্যান নাজমুল সরকার, ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর ররহমান নোমান, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক ইকবাল হোসেন প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ৬০ জন শিক্ষার্থী হাতে পুরস্কার তুলে দেন । #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই