তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

জাতীয় বিশ্ববিদ্যালয়,ডিগ্রি ও সার্টিফিকেট কোর্সের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়,ডিগ্রি ও সার্টিফিকেট কোর্সের ফল প্রকাশ
[ভালুকা ডট কম : ০৩ এপ্রিল]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল সোমবার বিকেল ৪ টায় প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় উত্তীর্ণের হার ৯৫.২৮%। সারা দেশের ১৭২৯ টি কলেজের মোট ৬৯১ টি কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৩৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১ লাখ ৬১ হাজার ৫৫ জন উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে এবং যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space> deg <space> reg লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল পাওয়া যাবে। প্রকাশিত এ ফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ৩ মে পর্যন্ত অনলাইনে (www.nubd.info)  আবেদন করা যাবে।

স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তির জন্য বিভিন্ন কোটায় আবেদনকারীদের তথ্য জমা প্রসঙ্গে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান/আদিবাসি/প্রতিবন্ধী/পোষ্য কোটায় আবেদন করেছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, তাদেরকে সংশ্লিষ্ট কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদ পত্রের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফরমসহ ডীন স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্বুল বরাবর আগামী ১৫ এপ্রিলের মধ্যে অবশ্যই আবেদন সরাসরি জমা দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd / nu.edu.bd/admissions)  লিঙ্কে গিয়ে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই