তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে উৎসবমুখর বিশ্ব বই ও গ্রন্থস্বত্ব দিবস

গৌরীপুরে উৎসবমুখর বিশ্ব বই ও গ্রন্থস্বত্ব দিবস
[ভালুকা ডট কম : ২৪ এপ্রিল]
ময়মনসিংহে গৌরীপুরে রোববার (২৩ এপ্রিল/১৭) উৎসবমুখর আয়োজনে বিশ্ব বই ও গ্রন্থস্বত্ব দিবস উপজেলার ৩৮টি উচ্চ বিদ্যালয়ে পালিত হয়। এ উপলক্ষে অগ্রদূত নিকেতন আর্দশ উচ্চ বিদ্যালয় বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করে। আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার পেয়ে উল্লাসিত হয়ে উঠে শতশত শিক্ষার্থী।  

গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল আলম। প্রধান শিক্ষক শিবানী সাহা’র সভাপতিত্বে সহকারী শিক্ষক আব্দুল মালেক’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পি.টি.এ সভাপতি হাজী মোঃ আক্কাস আলী ভূইয়্যা, প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক লুৎফা খাতুন, সহকারী শিক্ষক রুবিনা খাতুন, শাহজাহান কবির জুয়েল, স্বপন মৃধা, মোবারক হোসেন, মশিউর রহমান, হুমায়ুন কবির, জাহিদুল আলম, বিমল কুমার মজুমদার, কাজী শফিকুল ইসলাম। ৩টি পর্যায়ে ২১৪জন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

অগ্রদূত নিকেতন আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম.নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর লেখক সংঘের সভাপতি প্রাবন্ধিক লেখক রনজিৎ কর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছড়াকার আজম জহিরুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, চাঁদের হাট অগ্রদূত শাখার সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, সহকারী প্রধান শিক্ষক রেখা সাহা, নিখিল মন্ডল, নন্দ দুলাল ঘোষ, সোমা হালদার প্রমুখ। বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই