তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

সখীপুরে খোলাঘাটা সেতু নির্মাণে ১৮ মাসের কাজ ৪৮ মাসে ৬০ ভাগ

সখীপুরে খোলাঘাটা সেতু নির্মাণে ১৮ মাসের কাজ ৪৮ মাসে ৬০ ভাগ,চরম দুর্ভোগে এলাকাবাসী
[ভালুকা ডট কম : ২৬ এপ্রিল]
টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলার সংযোগ সড়কের বংশাই নদীর ওপর খোলাঘাটা সেতুর কাজ কার্যাদেশ পাওয়ার ১৮ মাসের মধ্যে কাজ শেষ করার নির্ধেশনা থাকলেও চার বছরে ওই সেতুর ৬০ ভাগ কাজও শেষ হয়নি । বাকি কাজ শেষ করতে আরও কতদিন লাগবে-সংশ্লিষ্ট কেউ এ প্রশ্নের জবাব দিতে পারেনি। সেতুটির নির্মাণ কাজ যথাসময়ে শেষ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে ওই এলাকার লোকজন।
    
স্থানীয় এলজিইডি সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের খোলাঘাটা এলাকায় বংশাই নদীর ওপর ৯০ মিটার দৈর্ঘের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় ৪ কোটি ৬১ লাখ ৯৫ হাজার টাকা। মেসার্স রহমান কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেতুটি নির্মাণের জন্য ২০১৩ সালের ২৬ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশে ঠিকাদারকে ১৮ মাস সময় বেধে দিলেও কাজের ধীরগতির কারণে ওই সময় সীমার মধ্যে মাত্র ৩০ ভাগ কাজ শেষ হয়। এরপর কয়েকবার ওই ঠিকাদারি প্রতিষ্ঠান সময় বাড়িয়ে নিলেও প্রায় চার বছরেও ওই সেতুর ৬০ ভাগ নির্মাণ কাজ শেষ করতে পারেনি।
     
মঙ্গলবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা গেছে, মাত্র কয়েকজন শ্রমিক কাজ করছে। কাদের নামের এক শ্রমিক বলেন, যেভাবে কাজ চলছে, এভাবে চলতে থাকলে, কাজটি শেষ হতে দু বছর লেগে  যাবে। স্থানীয় বাসিন্দা ছানোয়ার হোসেন বলেন,সেতুটির কাজ শুরু থেকেই ডিলেডালা অবস্থায়  চলছে। নির্মাণ শ্রমিকেরা একদিন কাজ করলে বাকী ছয়দিনই আর খবর থাকেনা ।
      
দাড়িয়াপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাইফুল ইসলাম শামীম বলেন, চার বছর আগে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। এতোদিনেও ওই সেতুর ৬০ ভাগ কাজও শেষ হয়নি। তিনি  জানান, সেতুটি নির্মিত হলে দুটি উপজেলার হাজার হাজার মানুষের যাতায়াত সুবিধা হবে।  বর্ষাকালে খেয়া নৌকা নিয়ে এপার-ওপার পাড় হতে দুই উপজেলাবাসীর মালামাল বা পণ্য পরিবহনে কয়েক কিলোমিটার ঘুরে যেতে আসতে হয়।

কাজের ধীরগতির ব্যাপারে মেসার্স রহমান কনস্ট্রাকশন এ প্রতিনিধি নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি খুব দ্রুত সময়ের মধ্যেই সেতুটির নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানান । এ ব্যাপারে সখীপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ  জানান, নির্ধারিত সময়ের মধ্যে  সেতু কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। কবে নাগাদ ওই সেতুর নির্মাণ কাজ শেষ হবে এ বিষয়ে তিনিও কোনো সদুত্তর দিতে পারেনি।
 
টাঙ্গাইলের এলজিইডির নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, সেতুটি নির্মাণে ঠিকাদারকে  চলতি বছরের জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অনুসন্ধানী প্রতিবেদন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই