তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

পত্নীতলায় নতুন এলাকা প্লাবিত,পানিবন্দি কয়েক হাজার পরিবার

পত্নীতলায় নতুন এলাকা প্লাবিত,পানিবন্দি কয়েক হাজার পরিবার
[ভালুকা ডট কম : ১৬ আগষ্ট]
বরেন্দ্র অঞ্চল হিসাবে খ্যাত নওগাঁর পত্নীতলা উপজেলার  মধ্য দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর পানি বেড়ে বিপদ সীমার ২২০ সেঃমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাই নদী, মনোহর গঙ্গা খাড়ি সহ অন্যান্য ছোট, বড় খাড়ি, বিল, পুকুর ভরে টই টুম্বুর হয়ে প্রতিদিন নতুন করে উপজেলার বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হচ্ছে।

উপজেলার আমাইড়, কৃষ্ণপুর, পাটিচরা, নজিপুর, পত্নীতলা ইউপি ও নজিপুর পৌরসভার নদী তীরবর্তী এলাকার কয়েক হাজার বাড়িঘর পানিতে ডুবে যাওয়ায় গৃহপালিত পশু পাখি নিয়ে মানুষরা বাঁধ এবং উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। এদিকে বাঁধ ভেঙ্গে বন্যার পানিতে ও অধিক বৃষ্টিাপাতের কারনে উপজেলার প্রায় ১৫শ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে।

বুধবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, অধিক বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ফলে আত্রাই নদীর পানি বেড়ে বিপদ সীমার ২২০ সেঃমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাই নদী, মনোহর গঙ্গা খাড়ি সহ অন্যান্য ছোট, বড় খাড়ি, বিল, পুকুর ভরে টই টুম্বুর হয়ে উপজলার বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। উপজেলার আমাইড়, কৃষ্ণপুর ইউপির গোপীনগর, পানবোরাম, মিরাপুর, শালডাঙ্গা, মহিমাপুর, পাগলীডাঙ্গা, বিষ্টপুর, শালবাড়ি, চকমুলি, ডাঙ্গাপাড়া, আমাইপুকুর, সোনাডাঙ্গা, চকগোবিন্দ, চক আক্রাম, গয়ারপুর, কৃষ্ণবল্লভ, পত্নীতলা ইউপির পত্নীতলা, ইছাপুর, কাঁটাবাড়ি, কল্যানপুর, কঞ্চিপুকুর, নজিপুর ইউপির কাঞ্চন, রাজপাট, পলিপাড়া, চাঁদপুর, পাটিচরা ইউপির ছালিগ্রাম, কাশিপুর, পাটিচরা, নাগোরগোলা এবং নজিপুর পৌরসভার নজিপুর পুরাতন বাজার এলাকা ও পৌর সদরের বিভিন্ন মহল্লা সহ নদী তীরবর্তী এলাকায় নতুন করে বন্যার পানি ঢুকে এসব নিচু এলাকার কয়েক হাজার বাড়িঘর সহ প্রায় ১৫শ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এসব বাড়ি ঘরের মানুষ জনেরা বাঁধে এবং উঁচু স্থানে তাদের গৃহপালিত পশুপাখি ও আসবাবপত্র নিয়ে আশ্রয় নিয়ে মানবেতর ভাবে জীবনযাপন করছে।

পানির নিচে তলিয়ে গেছে কৃষকদের কাংক্ষিত রোপা আমন সহ রবি শস্য ক্ষেত। সেই সাথে গবাদি পশুর খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। টানা বর্ষণে বিশেষ করে গ্রামীণ হাট-বাজার সহ বিভিন্ন সড়ক হাঁটু কাদায় পরিণত হয়েছে। পাশাপাশি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হাঁটু পানি রয়েছে। অতি বৃষ্টিতে আত্রাই নদীর পানি বাড়াতে নদীর চড়ে অপরিকল্পিত ভাবে গড়ে তোলা নজিপুর পৌর সভার কোটি টাকা ব্যয়ে নির্মিত একমাত্র পৌর পার্কটি এখন পানিতে নিমজ্জিত।

এদিকে বর্ষা মৌসুমের শুরু থেকে আত্রাই নদীতে তেমন পানির চাপ না থাকায় ব্যাপক উৎসাহের সাথে প্রায় ২৪ হাজার ৫শ হেক্টর জমিতে আমন, ৬হাজার ৭৯০ হেক্টর জমিতে আউশ সহ ৩৫০ হেক্টর জমিতে রবি শস্য আবাদ করে এলাকার কৃষকরা। কিন্তু হঠাৎ গত কয়েক দিনের অবিরাম বর্ষণ ও বন্যার পানিতে উপজেলার ১১টি ইউনিয়নের কৃষকদের মাঝে ফসলের ক্ষতি হওয়ার ব্যাপারে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এব্যাপারে উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে, অধিক বৃষ্টিাপাতের কারনে উপজেলার প্রায় ১৫শ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টিপাত না কমলে হয়তো আরো ফসল পানিতে নষ্ট হয়ে যেতে পারে। তবে কৃষকদের পরামর্শ ও সকল ধরনের সহযোগীতা দেয়া হচ্ছে কৃষি দপ্তরের পক্ষ থেকে। এদিকে এসব পানি বন্দি মানুষেরা সরকারী ভাবে কোন সহযোগীতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই