তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

পবিত্র ঈদুল আয্হায় পশু কোরবানি করার বিষয়ে কিছু পরামর্শ

পবিত্র ঈদুল আয্হায় পশু কোরবানি করার বিষয়ে কিছু পরামর্শ
[ভালুকা ডট কম : ২৭ আগষ্ট]
আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক নারী পুরুষের জন্যই পবিত্র ঈদুল আয্হায় পশু কোরবানি করা জরুরী। পশু কোরবানি ঈদুল আয্হার একটি অপরিহার্য অংশ। সকালবেলা ঈদগাহ মাঠে নামাজ আদায়ের পর পশু কোরবানি করতে হয়। পশু কোরবানির সময় নিচের নিয়মগুলি মানা খুবই জরুরী।

১। কোরবানির পশু স্বাস্থ্যসম্মত দেখে কিনুন।
২। ক্রেতাসাধারণ টাকাপয়সা নিরাপদে রাখুন।
৩। বিক্রেতাকে টাকাপয়সা নিরাপদে নিয়ে যেতে পরামর্শ দিন।
৪। জাল টাকা সন্দেহ হলে পরিচিত কারও সাহায্য নিন।
৫। খামারী আপনার পশুটি সন্তানের ন্যায় পালন করেছে।
৬। পারলে খামারীকে কিছু টাকা বখশিস দিন।
৭। ক্রয়ের পর হাটের খাজনা পরিশোধ করুন।
৮। পশু পরিবহণ ও স্থানান্তরণে সাবধানে হতে হবে।
৯। কেনার পর পশুকে খাবার ও পানি দিন।
১০। কোরবানির পশু ছায়াযুক্ত নিরাপদ স্থানে রাখুন।
১১। শিশুরা পশু থেকে নিরাপদ দূরত্বে থাকবে।
১২। যত্রতত্র ও রাস্তাঘাটের উপর পশু জবাই থেকে বিরত থাকুন।
১৩। নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করুন।
১৪। শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ ব্যক্তিই পশু জবাই করবেন।
১৫। পশু জবাইয়ের সময় শিশুরা অবশ্যই নিরাপদ দুরত্বে থাকবে।
১৬। পশুর চামড়া দেশের মূল্যবান সম্পদ।
১৭। চামড়া অত্যন্ত সতর্কতার সাথে ছাড়াতে হবে।
১৮। চামড়া বিক্রির আগে যথাযথ নিয়মে সংরক্ষণ করুন।
১৯। ছুরি চাকুতে মাংস ও হাড় কাটার সময় সাবধানী হউন।
২০। যেকোন দুর্ঘটনায় হাসপাতালের জরুরী বিভাগ খোলা।
২১। পশুর গোবর, রক্ত ও বর্জ্য নির্ধারিত স্থানে ফেলুন।
২২। যত্রতত্র আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।
২৩। পশু জবাইয়ের স্থান ডিটারজেন্ট ও পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২৪। ব্লিচিং পাউডার ছিটিয়ে জবাইয়ের স্থান দুর্গন্ধমুক্ত রাখুন।
২৫। কোরবানির পশু অসুস্থ হলে প্রাণী চিকিৎসককে দেখান।
২৬। খামারীগন পশুকে স্টেরয়েড ব্যবহারে বিরত থাকুন।
২৭। মাত্রাতিরিক্ত ইউরিয়া ব্যবহারে পশুর মৃত্যু হয়।
২৮। কোরবানির পশু জবাইয়ের ছবি পোস্ট করা থেকে বিরত থাকুন।
২৯। পশুর মাংস গরীবদূ:খী ও আত্মীয় স্বজনদের সাথে ভাগ করে নিন।
৩০। মাত্রাতিরিক্ত মাংসভক্ষণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
৩১। ফ্রিজে সঠিক নিয়মে মাংস সংরক্ষণ করুন।
৩২। খুব বেশি দিন সংরক্ষণ করা মাংস অস্বাস্থ্যকর।
৩৩। সম্ভব হলে ফ্রিজটি পাশের হতদরিদ্রকেও শেয়ার করুন।
৩৪। মাংস ধুয়ে পানি ঝেড়ে প্লাস্টিক মোড়কে ফ্রিজে সংরক্ষণ করুন।
৩৫। চার থেকে পাঁচ মাসের মধ্যে সংরক্ষিত মাংস রান্না করতে হবে।

আনন্দের ঈদ যেন নিরানন্দ না হয় আসুন সেদিকে সবাই খেয়াল রাখি। ঈদের তাৎপর্য হলো- ঈদের খুশি আমরা সবাই ভাগাভাগি করে নেই; আর এটাই ঈদের শিক্ষা। আপনার আমার ঈদ আনন্দময় হয়ে উঠুক। আমিন।সবাইকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা!ঈদ মোবারক!



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ইসলামীক বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই