তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

প্রধান শিক্ষক ছাড়াই চলছে হালুয়াঘাটের ৮০ টি বিদ্যালয়

প্রধান শিক্ষক ছাড়াই চলছে হালুয়াঘাটের ৮০ টি বিদ্যালয়
[ভালুকা ডট কম : ১৮ অক্টোবর]
ময়মনসিংহের  হালুয়াঘাট উপজেলার ১৬৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঝে  ৮০ টি প্রথমিক বিদ্যালয়ই দীর্ঘদিন যাবৎ চলছে প্রধান শিক্ষক ছাড়াই। বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রালন করছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, হালুয়াঘাট উপজেলায় মোট সরকারি প্র্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৬৩টি। এর মধ্যে ৮০টি সরকারি প্র্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সরেজমিনে উপজেলার বেতকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  গিয়ে জানা যায়, প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দাপ্তরিক কাজ নিয়ে অধিকাংশ সময় ব্যস্ত থাকার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান বেতকুড়ি সরকারি প্র্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বাবুল।  তিনি বলেন, “আমাদের বিদ্যালয়ে প্রথম থেকে প্রঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৩ শতেরও উপরে। আর সহকারী শিক্ষকের পদ রয়েছে ৬টি ও প্রধান শিক্ষকের একটি।

কিন্তু বর্তমানে বিদ্যালয়ে মোট সহকারী শিক্ষকের সংখ্যা তিনজন। তিনি আরও জানান, তিনজনের মধ্য থেকে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রালন করতে হচ্ছে। এখন দুই সহকারী শিক্ষক দিয়েই চলছে বিদ্যালয়ের পাঠদান। এতে বিষয়ভিত্তিক পাঠদানে সমস্যা হয়। বেতকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাহিমা ইয়াসমিন বলেন, একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকই হলো মূল চালিকা শক্তি। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান কিছুটা ব্যাহত হচ্ছে। এর প্রভাব শিক্ষার্থীদের ফলাফলে পড়তে পারে বলে তিনি মনে করেন।

প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যার কথা স্বীকার করে উপজেলা শিক্ষা অফিসার রোকনুজ্জামান বলেন, চার বছর থেকেই শিক্ষামন্ত্রণালয় থেকে কোনো প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে হয় তবে শূন্য পদ পূরণের জন্য ইতিমধ্যে ৪৭ টি প্রাথমিক বিদ্যালয়ের জন্যে প্রধান শিক্ষক নিয়োগ (চলতি দায়িত্ব) চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিছুদিনের মাঝেই নিয়োগ সম্পন্ন হবে বলে জানান।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অনুসন্ধানী প্রতিবেদন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই