তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে প্রাইভেট না পড়ায় তিন শিক্ষার্থীকে মারধর করলেন শিক্ষক

গৌরীপুরে প্রাইভেট না পড়ায় তিন শিক্ষার্থীকে মারধর করলেন শিক্ষক
[ভালুকা ডট কম : ১৮ অক্টোবর]
প্রাউভেট না পড়ায় তিন শিক্ষার্থীকে ক্লাস রুমে বেধড়ক মারধরের অভিযোগ ওঠেছে গোপাল চন্দ্র সাহা নামে এক শিক্ষকের বিরুদ্ধে। বুধবার (১৮ অক্টোবর) দুুপুরে ময়মনসিংহের গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এ ঘটনাটি ঘটে। শিক্ষকের মারধরে আহতরা হলো ওই শিক্ষা প্রতিষ্ঠানের ফার্ম মেশিনারী ট্রেডের দশম শ্রেণীর শিক্ষার্থী দিদার খান পাঠান, ইয়াছিন ও এমএ মোমেন।

এব্যাপারে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শিক্ষার্থী দিদার খান পাঠান সাংবাদিকদের জানায়, ফার্ম মেশিনারী ট্রেড ইন্সট্রাক্টর গোপাল চন্দ্র সাহা স্যার তাঁর নিকট প্রাইভেট পড়ার জন্য আগে থেকেই তাদেরকে চাপ প্রয়োগ করে আসছিল। প্রাইভেট না পড়লে তাদের পরীক্ষায় কম মার্ক দিয়ে ফেল করিয়ে দিবেন বলে এরকম হুমকীও প্রদান করেন তিনি। প্রাইভেট না পড়ায় ঘটনারদিন দুপুরে ক্লাসরুমে আমাদের তিন জনকে এলোপাতারীভাবে কিল-ঘুষি মেরে আহত করেন।

এঘটনায় গোপাল চন্দ্র সাহা সাংবাদিকদের জানান, উল্লেখিত তিন শিক্ষার্থী ক্লাসরুমে যথাসময়ে উপস্থিত না হওয়ায় তাদেরকে শাসন করেছিলাম। এর সাথে প্রাইভেট পড়ানো বিষয়ে কোন ঘটনার সম্পৃক্ততা নেই। উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার জানান, উক্ত বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই