তারিখ : ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে মামলার জালে আটকে আছে নারীদের স্বাস্থ্য সেবা

গফরগাঁওয়ে মামলার জালে আটকে আছে নারীদের স্বাস্থ্য সেবা
[ভালুকা ডট কম : ১৯ অক্টোবর]
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ছিপান গ্রামে স্থাপিত পরিবার কল্যাণ ক্লিনিকটি মামলার জালে আটকে আছে পরিবার কল্যাণ ক্লিনিক(মাতুকল্যাণ)নির্মাণকাজ।সরকারী এ পরিবার কল্যাণ  ক্লিনিকের নির্মাণ কাজ  দীর্ঘ দিন ধরে বন্ধ থাকার প্রতিবাদে গ্রামবাসী এখন বিক্ষোদ্ধ হয়ে উঠেছে।ক্লিনিক নির্মাণ কাজ শুরুর দাবিতে চলছে প্রতিবাদ ও সভাসমাবেশ।

জানাযায়,উপজেলার গফরগাঁও ও উস্থি ইউনিয়নের গ্রামীণ নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের করার লক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  মন্ত্রনালয় ২০১৬ সালে উপজেলার ছিপান গ্রামে একটি পরিবার কল্যাণ(মাতৃকল্যাণ)ক্লিনিকের নির্মান কাজের দরপত্র আহবান করে।ক্লিনিকটির নির্মাণ কাজের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়  ব্যয় ধারা হয় ১কোটি ৩৫ লাখ টাকা।ক্লিনিকটি নির্মাণে কাজ পায় অংকুর ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।কিন্তু নির্মাণ কাজ আরাম্ভও পর থেকে স্থানীয়দেয় মাঝে দেখা দেয় মতবিরোধ।কাজ শুরুর কয়েক দিন যেতে না যেতেই ছিপান গ্রামের মরহুম আব্দুল হেকিমের ছেলে এনামুল হক জজ জায়গাটি নিজেদের দাবি করে আদলতে মামলা দায়ের করেন।

গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম খোকন জানান,বাদীর অভিযোগ দীর্ঘদিন আদালতে শুনানির পর মামলাটি খারিজ করে ২০১৭ সালের প্রথম দিকে।জমির মামলাটি আদালত খারিজ করে দেওয়ার পর একই বিষয়ে শুধু বাদী পরিবর্তন হয়ে ক্লিনিকের জমিদাতা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে আদালতে পুনরায় মামলা দায়ের করেন ছিপান গ্রামের মরহুম আব্দুল হেকিমের মেয়ে জেসমিন আক্তার।এতে আবার পরিবার কল্যাণ ক্লিনিকের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন আদালত।

ক্লিনিকের জমিদাতা রইছ উদ্দিন জানান,মামলার বাদী এনামুল হক জজ ও তার বোন জেসমিন আক্তারের বাবা মরহুম আব্দুল হেকিম ছিপান মেীজার ২৫৩১ বর্তমান হাল দাগের ৩৪ শতাংশ এই জমি আমাদের ৭ জন ব্যক্তির কাছে বিক্রি করে দেয় ১৯৮০ সালে।এখন শুধু শুধু মহুমের ছেলে মেয়েরা আদালতে মিথ্যা মামলা দায়ের করে ক্লিনিক নির্মাণ কাজে বাধা দিচ্ছেন।এ দিকে আদালতে মিথ্যা মামলা ও ক্লিনিক নির্মাণ কাজ বন্ধের  প্রতিবাদে সম্প্রতি এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।সমাবেশে বক্তব্য রাখেন,গফরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম খোকন,শরিফুল ইসলাম মন্ডল,আব্দুল বাতেন,আব্দুল্লাহ আল মামুন.রাসেল আহাম্মেদ প্রমূখ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অনুসন্ধানী প্রতিবেদন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই