তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পায়ুপথ থেকে আবারো ২পিছ স্বর্ণের বার উদ্ধার
[ভালুকা ডট কম : ১৪ ডিসেম্বর]
বেনাপোল নোম্যান্সল্যান্ড এলাকা থেকে ২পিছ স্বর্ণের বারসহ মোস্তাফিজুর রহমান (৪০) নামে এক পাসপোর্টযাত্রীকে আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা। তবে, এ সময়ে তার সঙ্গীয় আরো তিন স্বর্ণবহনকারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে শুল্ক গোয়েন্দা সুত্রে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার সময় মোস্তাফিজুর রহমান নামের এ স্বর্ন চোরাচালানীকে আটকের পর এক্সরার মাধ্যমে সনাক্ত করে পায়ুপথ থেকে বেলা ১১ টার সময় এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ন পাচারকারি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার কোনাইসার গ্রামের তোতা মিয়ার ছেলে। তার পাসপোর্ট নং বি-এ- ০৬৮১৫৩৪।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মোহাম্মাদ সাদিক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল শুন্য রেখা থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করে তার পায়ূপথ থেকে ২ টি স্বর্নের বার উদ্ধার করা হয়। যার ওজন ২শ’ গ্রাম । আটককৃত স্বর্ণ পাচারকারিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে এবং স্বর্ন কাস্টমস শুল্ক গুদামে জমা করা হবে বলেও জানান তিনি। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই