তারিখ : ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

উকুন হলে করণীয়- ডাক্তারি পরামর্শ

উকুন হলে করণীয়- ডাক্তারি পরামর্শ
[ভালুকা ডট কম : ১৮ জানুয়ারী]
ত্বকের যেসব রোগ সবচেয়ে বেশি দেখা যায় তার মধ্যে অন্যতম হলো উকুন। উকুনের কারণে টাইফাস নামের একটি জটিল রোগ হতে পারে। এছাড়া উকুনের কারনে মাথায় দাউদ, খোসপাঁচড়া ইত্যাদি হয়। মাথায় যাদের উকুন থাকে তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হেয় প্রতিপন্ন হয়।

উকুন সাধারণত তাদেরই হয় যাদের পরিচ্ছন্নতার অভ্যাস ভালো না এবং একসাথে অনেক লোকের বসবাস। বিশেষ করে নিয়মিত গোসল করেন না। গোসল করলেও যারা মাথার চুল ভালোভাবে সাবান শ্যাম্পুতে পরিস্কার করেন না। মেয়েরা গোসলের পর তাদের চুল শুকানোর আগ পর্যন্ত অনেকক্ষণ স্যাঁতসেঁতে থাকে। আর গ্রামের মেয়েদের চুলের ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই কম তাই মেয়েদেরই উকুন বেশি হয়। তবে ছেলেদের মাথায়ও উকুন হতে পারে, কিন্তু কম।

উকুন এর বিস্তার লাভ ঘটে থাকে সাধারণ একই বিছানায় ঘুমানোর জন্য একমাথা থেকে আরেক মাথায়  হেঁটে চলে যায়। একই চিরুনি বা ব্রাশ শেয়ারের কারণেও এটি বিস্তার লাভ করতে পারে। একজনের মাথার উকুন, অথবা উকুনের ডিম বা মধ্যবর্তী সময়ের যা রয়েছে যেমন, ডিম-লার্ভা ইত্যাদি। যদি একই হেয়ার ব্রাশ ব্যবহার করে সেক্ষেত্রে যার মাথায় উকুন আছে তার মাথা থেকে যার মাথায় উকুন নেই তার মাথায় পুর্নবয়স্ক উকুন, উকুনের বাচ্চা এবং ডিম চিরুনির মাধ্যমে চলে যাচ্ছে। এটাই হলো উকুনের সর্বাধিকভাবে বিস্তারের উপায়।

চুলের উকুন পরিষ্কার করতে হলে মাথায় permethrin, pyrithrin এবং malathion ব্যবহার করতে হবে।Permethrin দুই মাস বয়স থেকেই ব্যবহার করা যায়। Pyrithrin দুই বছর ও malathion ছয় বছরের অধিক বয়সের রোগীদের ব্যবহার করা হয়। Malathion অতি দাহ্য হওয়ায় আগুনের কাছে যাওয়া এবং ব্যবহারের সময় ধুমপান নিষেধ।  উকুন দূরীকরণে মাথার চুল কামিয়ে ফেলতেও বলা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতাই হল উকুনের সবচে ভাল প্রতিরোধ।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

স্বাস্থ্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই