তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় মাতৃভাষা দিবস উপলক্ষে পাঁচ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন

ভালুকায় মাতৃভাষা দিবস উপলক্ষে পাঁচ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন
[ভালুকা ডট কম : ২১ ফেব্রুয়ারী]
ভালুকা উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী ভাষা সৈনিক মোস্তফা এম.এ মতিন অমর একুশে বই মেলা বুধবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বইমেলার উদযাপন কমিটির আহ্বায়ক  মফিজুর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ ।

একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলেক্ষে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ৫দিন ব্যাপী ৯ম মোস্তফা মতিন বই মেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সাংসদ সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম আমান উল্লাহ এমপি বলেন ৫২ এর একুশে ফেব্রুয়ারী ভাষা সংগ্রামীদের আতানত্যাগ মুক্তিযোদ্ধের স্বপ্ন দেখিয়ে ছিল যা ৭১এ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযোদ্ধের মাধ্যমে বাঙ্গালী অর্জন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

আমান উল্লাহ এমপি আরও বলেন ভাষা শহীদদের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে তাহলে আমাদের ভাষার ইতিহাস অনন্তকাল বহন করে নিয়ে যাবে। তিনি আরও বলেন ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি বাঙ্গালী জাতীয়তাবাদ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমাদের মহান শহীদ দিবস আজ বিশ্ববাসীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বিকৃতি পেয়েছে।

উদ্যাপন কমিটির আহ্বায়ক বিআরডিবির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এড. আশরাফুল হক জর্জ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ভালুকা পৌরসভার মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, মোস্তফা মতিনের কন্যা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, আ’লীগ নেতা ইঞ্জি.মহিউদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান খান রিপন ও সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ পিপিএম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কে এম আবুল হোসেন মিলন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সাদিকুর রহমান তালুকদার, সেচ্ছা সেবকলীগ সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন শিবলী, কৃষকলীগ সভাপতি আহসান হাবীব মোহন ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব। অনুষ্ঠান পরিচালনা কারেন আ’লীগ নেতা আব্দুল ওয়াদুদ মিয়া।

জেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ভাষা সৈনিক সাবেক এমপি এড. মোস্তফা এম এ মতিন স্বরনে প্রতি বছর একুশে ফেব্রুয়ারী এই বই মেলার আয়োজন করা হয়। বই মেলা ২০টি স্টল নিয়ে সাজানো হয়েছে যা চলবে ২৫ ফেব্রুয়ারী প্রর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা প্রর্যন্ত এই মেলা খোলা থাকবে।#



 



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই