তারিখ : ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইলে ১০টাকা কেজি মূল্যের চাল কাল বাজারে বিক্রি

নান্দাইলে ১০টাকা কেজি মূল্যের চাল কাল বাজারে বিক্রি,৫৭ বস্তা আটক
[ভালুকা ডট কম : ২০ মার্চ]
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়রেন জামতলা বাজারে নিয়োগকৃত ডিলার মোঃ এনামুল হক মঙ্গলবার (২০শে মার্চ) সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা কেজি মূল্যের ৫৭বস্তা (১৭১০ কেজি)  চাল কাল বাজারে বিক্রি করে দেয়।

স্থানীয় ইউপি সদস্য মোঃ সহিদ মিয়ার সহযোগীতায় এই চাল পাচারের সময় স্থানীয় জনগণ চাল আটক করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ সহ উপস্থিত হয়ে ৫৭বস্তা চাল জব্দ করে। নির্বাহী অফিসারের উপস্থিতি টের পেয়ে ডিলার ও ইউপি সদস্য পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান চাল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইনে ইউপি সদস্য মোঃ সহিদ ও ডিলার মোঃ এনামুল হকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তৃতি চলছে। #

নান্দাইলে ইটভাটায় জরিমানা   
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় মঙ্গলবার নান্দাইল উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের উপ-পরিচালক নিশাত মেহের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার তিন ইটভাটা মালিককে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

জানাযায়, এম.এস.বি ইটভাটার মালিক আব্দুল জলিল, বিজয় ব্রিক্স ইটভাটার মালিক বিজয় ও রফিক উদ্দিন ভূইয়া ইটভাটার প্রত্যেককে ৪০ হাজারটাকা জরিমানা করা হয়। ইট তৈরীতে বিএসটিআই থেকে সরকারীভাবে মাপ নির্ধারিত রয়েছে দৈর্ঘ্য ২৪সেঃমিঃ, প্রস্থ ১১.৫ সেঃমিঃ ও উচ্চতা বা গভীরতা ৭সেঃমিঃ কিন্তু ভাটাগুলোতে নির্ধারিত মাপ পাওয়া যায়নি এবং পরিবেশগত অবস্থার অবনতি ছিল। অধিদপ্তরের উপ-পরিচালক জানান, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে এবং প্রতেকটি ইটভাটাকে বিএসটিআই কর্তৃক নির্ধারিত মাপ অনুসারে ইট তৈরী করতে হবে।#

নান্দাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ  
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার গোপন সংবাদের ভিত্তিতে একটি বাল্যবিবাহ বন্ধ করেন। মঙ্গলবার উপজেলার আচারগাঁও ইউনিয়নের নাকিরাজ গ্রামের জিল্লুর রহমানের কন্যা সুমাইয়া আক্তার (১৫) এর বিবাহ অনুষ্ঠান চলাকালীন ভূমি কর্মকর্তা উপস্থিত হয়ে এ বিয়ে বন্ধ করে দেন। পরে কনের অভিভাবক জিল্লুর রহমান তাঁর মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে জানান। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই