তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে পৃথক ভাবে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,সমাবেশ

গৌরীপুরে পৃথক ভাবে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,সমাবেশ
[ভালুকা ডট কম : ২২ মার্চ]
বিএনপি’র চেয়ার পারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত  মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় ময়মনসিংহের গৌরীপুরে ময়মনসিংহ (উঃ) জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

ময়মনসিংহ (উঃ) জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা সেচ্ছাসেবক দলের নেতা আলী আকবর আনিছের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিন করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা ছাত্র নেতা ও ময়মনসিংহ (উঃ) জেলা সেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম কামাল, সেচ্ছাসেবক দলের নেতা ফজলুল হক, মোজাম্মেল হক সুমন, গৌরীপুর উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা মামুন,নাজিম, মিন্টু, রুবেল, গৌরীপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান সোহেল, গৌরীপুর সরকারী কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক আঃ কাদির প্রমুখ।

অপর দিকে ময়মনসিংহ জেলা  (উঃ)  তাতীদলের সাবেক সাধারন  সম্পাদক,  সাবেক ছাত্রনেতা,  গৌরীপুর  পৌর  বিএনপি  যুগ্নআহবায়ক   ও সেচ্ছাসেবক দল নেতা মোঃ শাজাহান কবির হিরার  নেতৃত্বে  বিক্ষোভ  মিছিল অনুষ্টিত  হয়।

এ সময় উপস্হিত  ছিলেন  ময়মনসিংহ  জেলা (উঃ) যুবদলের  সাংগঠনিক  সম্পাদক  সাবেক ছাএনেতা  মুহাম্মদ মাহফুজুর  রহমান পৌর ছাত্র দলের সভাপতি মোঃ তাজুল ইসলাম  রাংগা, উপজেলা  ছাত্রদলের সহ সভাপতি  মোঃ আবুল বাসার আকন্দ , যুগ্নসম্পাদক  আরিফুল  হোসেন  আহাদ , আবিদ হাসান  রাহাত  , ময়মনসিংহ জেলা (উঃ) তাতীদলের  সাবেক সাংগঠনিক  সম্পাদক স্বেস্ছাসেবক দল নেতা বাবুল  মেম্বার,   স্বেস্ছাসেবক  দল নেতা  আব্দল  হেলিম , এরশাদ , আওয়াল , নিরব , শাওন, গৌরীপুর  উপজেলা যুবদলনেতা   তাইজুল ইসলাম শামিম ,মোঃ শাহিন মিয়া , গৌরীপুর  উপজেলা  ছাত্রনেতা মোঃ মোস্তাফা কামাল ,মোঃ খাইরুল  ইসলাম , মোঃ তাওহীদ , মেহেদি  হাসান সাগর , রনি , আমিরুল  রকি , মোঃ রবিন , মহসিন , আরিফ, আশিষ,প্রমুখ ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই