তারিখ : ১৭ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে ডাকাত নিহত

গফরগাঁওয়ে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে ডাকাত নিহত
[ভালুকা ডট কম : ১৬ মে]
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে জেলা ডিবি পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে আজিজুল হক(২৯)নামে এক আন্ত জেলা ডাকাত দলের সদস্য নিজত হয়েছে।মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাররইহাটি-গয়েশপুর সড়কের বটতলা আরজ আলী খান উচ্চ বিদ্যালয়ের সামেনে এ ঘটনা ঘটে।নিহত ডাকাতের বাড়ি গফরগাঁও পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের বেলদিয়া গ্রামে।তার বাবার নাম আব্দুর রশিদ শেখ।

পুলিশ জানায়,চোর ডাকাত প্রতিরোধে গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকাধীন প্রত্যন্ত অঞ্চলে বিশেষ অভিযান চালায় ময়মনসিংহ ডিবি পুলিশের একটি দল।ডিবি পুলিশ সদস্যরা রাত তিনটার দিকে উপজেলার টাঙ্গাব এলাকায় অভিযান পরিচালনা জন্য বারইহাটি-গয়েশপুর সড়ক দিয়ে যাতায়তের সময় ডাকাত দল রাস্তায় গাছের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়।ডিবি পুলিশ রাস্তা থেকে গাছের গুড়ি সড়াতে গেলে ডাকাত দল পুলিশের উপর জামলা চালায়।এসময় ডিবি পুলিশ ডাকাতদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুঁড়ে।এতে ঘটনা স্থলে আন্তঃজেলা ডাকাত দলের আজিজুল হক বন্ধুক যুদ্ধে নিহত হয়।এসময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন ডিবি পুলিশের এএসই তারেক হাসান ও কনষ্টেবল মতিউর রহমান।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান,খবর পেয়ে পাগলা থানা পুলিশ দ্রুত ঘটনা স্থল উপস্থিত হয়ে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত আজিজুল হককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই