তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে পুলিশের এসআই পরিচয়ে প্রতারনার সময় যুবক আটক

গৌরীপুরে পুলিশের এসআই পরিচয়ে প্রতারনার সময় যুবক আটক
[ভালুকা ডট কম : ২৬ মে]
পুলিশের এসআই পরিচয়ে বাজারে মাংস ক্রয় করে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় শামীম আহমেদ (২৮) নামে এক প্রতারক যুবক। পরে স্থানীয় জনতা ওই প্রতারক যুবককে পুলিশের হাতে সোপর্দ করেছেন।

শনিবার (২৬ মে) বেলা ১১ টার সময় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে মাছ মহালে প্রতারনাকালে ওই যুবককে আটক করা হয়।প্রতারক যুবক শামীম নেত্রকোনার সদর উপজেলার নাগরা এলাকার জহুর আলীর পুত্র বলে সাংবাদিকদের কাছে পরিচয় দিয়েছে। এসময় সে নিজেকে এস আই পরিচয় দিয়ে প্রতারনা কথা স্বীকারও করেছে।

গৌরীপুর মাছ মহালের স্থানীয় মাংস ব্যবসায়ী ফজলু মিয়া জানান ঘটনার সময় উল্লেখিত যুবক তার দোকানে এসে ৫ কেজি মাংস ক্রয় করে। পরে মাংসের দাম পরিশোধের জন্য তার পকেট থেকে মানিব্যাগ বের করে বলে মানিব্যাগে টাকা নেই। সে নিজেকে গৌরীপুর থানার এসআই পরিচয় দিয়ে বলে থানা থেকে টাকা এনে টাকা পরিশোধ করে দিয়ে যাবে, এই বলে সে মাংস নিয়ে চলে যাচ্ছিল। এসময় যুবকের গতিবিধি সন্দেহজজনক মনে হওয়ায় তিনি এবং বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাকে আটক করে গৌরীপুর থানার পুলিশের নিকট সোপর্দ করেন। এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনর্চাজ দেলোয়ার আহম্মদ জানান, উক্ত ঘটনায় প্রয়োজনীয় তদন্ত ও যাচাই-বাছাইয়ের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই