তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

আবার দেখা হবে

আবার দেখা হবে
[ভালুকা ডট কম : ২০জুন]
আবার দেখা হবে বকুল তলায়,
সবুজ ঘাসের বুকে থাকবে ঝড়া বকুলের চাদর,
তার চারপাশে থাকবে বকুলের সুরভী,
আর আমার হাতে থাকবে তুমার দেয়া বকুল ফুলের সেই শুকনো মালা।

আবার দেখা হবে ১লা বৈশাখে-
আমি পরবো লাল পাড়ের সাদা শাড়ি,তুমার হাতে থাকবে বেলী ফুলের মালা,
আমি জানি এই মালাটা আমার চুলের শূন্য খোঁপায় জড়িয়ে দেয়ার জন্যই আনা।
জানি দেখা হবে আবার চৈত্রের খরাদীপ্ত দুপুরের ব্যস্ত শহরের রাস্তায়,
জানতে চাইবো না কেমন আছো? শুধু তাকিয়ে দেখবো,
তুমার চুলগুলো কি এখনও কালো আছে!
আবার দেখা হবে পুরোনো সেই কফি হাউজে,
বলবো না কি খাবে?

শুধু দেখবো তুমি কি এখনও সেই লাল ফ্রেমের চশমাটা পরো!
জানি আবার দেখা হবে পদ্মার চড়ে,
চারপাশে ঘিরে থাকবে পদ্মার জল,
তার মাঝখানে বালুচড়ে তুমি- আমি মুখোমুখী দাড়িয়ে,
কোন কথা হবে না,হবে শুধু স্মৃতিচারণ
আর থাকবে চোখে নোনা বৃষ্টির জল।  

আবার দেখা হবে মরণের ঐ পাড়ে,
সেদিন ক্ষমা চেওনা গো তুমি
পারবো না করতে তুমায় ক্ষমা আমি।

বার্তা প্রেরক,লেখিকা
শারমিন আক্তার ছন্দা



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই