তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

স্বার্থপর

স্বার্থ
[ভালুকা ডট কম : ২৯ জুন]
স্বার্থপর তুমি একা নও,আমিও!
শুধু তুমার ভালবাসা পাবার জন্য
ভুলে গিয়েছিলাম বাবার স্নেহআদর।
স্বার্থপর তুমি একা নও,আমিও!
তুমাকে আপন করে পাবো বলে
ছেড়ে দিয়েছিলাম মায়ের আঁচল।।

স্বার্থপর তুমি একা নও,আমিও!
তুমার পরিচয়টা আকঁড়ে ধরতে চেয়েছিলাম
ভুলে গিয়েছিলাম তাদের, যাঁরা পৃথিবীতে আমার নামকরন করেছে।।  

স্বার্থপর তুমি একা নও,আমিও!
শুধু ভালবাসবো বলে
ভাই-বোনদের ভালবাসা উপেক্ষা করেছি।।
স্বার্থপর তুমি একা নও,আমিও!
সারাটা জীবন তুমার হাত ধরে পথ চলবো বলে
সামনে চলার পথটাই ভুলে গিয়েছিলাম।।
স্বার্থপর তুমি একা নও,আমিও!
শুধু তুমার পাশে থাকবো বলে
সব বন্ধুদের ছেড়ে চলে এসেছিলাম।।
স্বার্থপর তুমি একা নও,আমিও!
তুমাকে ঘিরে স্বপ্ন দেখবো বলে
জীবনের লক্ষটাই ভুলে গিয়েছিলাম।।
স্বার্থপর তুমি একা নও,আমিও!
তুমার বুকে মাথা রেখে ঘুমাব বলে
বাস্তবতাটাই ভুলে গিয়েছিলাম।।
এতোটা স্বার্থপর হবার পরও
তুমার মতো হতে পারিনি।।
স্বার্থপরের মতো ভালবাসাটা শুধু আমার একচেটিয়া ছিলো,
তুমার কোন ভূমিকা ছিলো না
যা ছিলো তা সবই প্রতারণা।।
           বার্তা প্রেরক,লেখিকা
        শারমিন আক্তার ছন্দা



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই