তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংবাদকর্মীদের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংবাদকর্মীদের মানববন্ধন
[ভালুকা ডট কম : ১০ জুলাই]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দি ডেইলী স্টারের সাংবাদিক আরফাত রহমানকে ছাত্রলীগ কর্তৃক  মারধরে ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আহত সাংবাদিক আরাফাত রহমান বাদী হয়ে নগরীর মতিহার থানায় এ মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির।

তিনি জানান, আহত সাংবাদিক বাদী হয়ে ৪ জনের নামউল্লেখ্য সহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।এছাড়া পেশাগত দায়িত্ব পালনে তথ্য সংগ্রহে গেলে ছাত্রলীগ নেতা কানন, সজীব, বিজয়, লাবন তাকে নির্যাতন করেছে উল্লেখ্য করে মারধর কারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অভিযোগ পত্র দিয়েছে সে। গতকাল  দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বরাবর এই অভিযোগ পত্র প্রদান করা হয়।

এর আগে সহকর্মী আরাফাতের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

এসময় বক্তারা বলেন, ঘটনার পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন। কোথাও পুলিশ হামলা চালিয়েছে এবং কোথাও সুনির্দিষ্ট করে বলতে পারছেন কারা হামলা চালিয়েছে। প্রত্যাশা করেছিলাম যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানে ছাত্রলীগ সহযোগিতা করবে। স্পষ্ট কয়েকজনের পরিচয় মিললেও দু’জনকে বহিষ্কারের নাটক করা হয়েছে।

তারা আরও বলেন, বহিষ্কার মানে আমরা বুঝি এটা বহিষ্কার নয় ছাত্রলীগের বহিষ্কার মানেই পুরস্কৃত করা। বহিষ্কৃত ছাত্রলীগের নেতারাই পরবর্তিতে নেতৃত্ব দিয়েছে। এই বহিষ্কার নাটকের মাধ্যমে সাংবাদিক নির্যাতনের বিচার হতে পারে না।

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজ রনির সঞ্চালনা এবং রাবি রিপোর্টাস ইউনিটির সভাপতি কায়কোবাদ আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ, সাধারণ সম্পাদক ইমাদাদুল হক সোহাগ, রাবিসাসের সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি হাসান আদিব, সহ-সভাপতি মোস্তাফিজ মিশু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হোসাইন মিঠু, ডিবিসি টেলিভিশন ও দৈনিক সমকালের রাজশাহী প্রতিনিধি সৌরভ হাবিব, বিএফইউজের সদস্য জাভেদ অপু প্রমুখ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই