তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইলে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখল

নান্দাইলে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখল
[ভালুকা ডট কম : ১৪ জুলাই]
নান্দাইলে আদালতের নির্দেশনাকে অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণ ও দখলের অভিযোগ উঠেছে। ওই সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের জন্য প্রয়োজনীয় প্রতিকার চাইলেও স্থানীয় পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মোঃ সাইফ উদ্দিন খান গং সেখানে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছেন।

ঘটনায় মোঃ নজরুল ইসলাম গং নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। নান্দাইল উপজেলার নান্দাইল মৌজায় পৈত্রিক সূত্রে দীর্ঘদিন ধরে ১০ শতক জমি ভোগ দখল করতে পারছেনা মোঃনজরুল ইসলাম।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার আচারগাঁও বাসিন্দা মৃত শামছ উদ্দিন খান এর ছেলে মোঃ সাইফ উদ্দিন গং ওই জমি ১৯৭৮ সালের একটি জাল দলিল সৃষ্টি করে মালিকানা দাবি করলে ২০১৮ সালে নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতে এ বিষয়ে মামলা হয়। মামলার প্রেক্ষিতে ওই জাল দলিলের বিরুদ্ধে নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতে বাদী পক্ষ মামলা দায়ের করেন (৭০/২০১৮ সন বাটোয়ারা)।

গত ১৮/০৬/১৮ আদালত ওই মামলায় উভয় পক্ষকে বিবাদমান জমির ওপর স্থিতাবস্থার আদেশ দেন। এমতাবস্তায় গত কয়েক দিন থেকে মোঃসাইফ উদ্দিন গং আদালতের নির্দেশ উপেক্ষা করে বিবাদমান নান্দাইল মৌজার এসএ খতিয়ান নং ১২৫৩, সাবেক দাগ- ৪৭০৪ ওই জমি জোর করে দখল করে স্থাপনা (স্থায়ী বিল্ডিং) নির্মাণ কাজ শুরু করেছে। আদালতের নিদের্শ পালনের স্বার্থে অভিলম্বে উক্ত স্থানে নির্মাণ কাজ বন্ধ করার জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই