তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বন্ধুকে মোবাইলে ডেকে এনে হত্যার চেষ্টা

বন্ধুকে মোবাইলে ডেকে এনে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে হত্যার চেষ্টা
[ভালুকা ডট কম : ১৫ জুলাই]
বন্ধুকে মোবাইলে ডেকে এনে কৌশলে নির্জনস্থানে নিয়ে তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নিয়ে হাত-পা এবং মুখ বেঁধে হত্যার চেষ্টা করে বন্ধুরা। শুক্রবার (১৩ জুলাই) রাত ৯ টার দিকে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের দৌলতাবাদ তেল্লি বিল সংলগ্ন এলাকায়। ভুক্তভোগী মোঃ পুলক আহম্মেদ (১৯) শনিবার রাতে গৌরীপুর থানায় ঘটনার সাথে জড়িত বন্ধু ফারুক মিয়া (২০) ও তার সহযোগীদের নামে অভিযোগ দায়ের করেছেন।

পুলক নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ আবুল হাসানের পুত্র ও ফারুক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাছার গ্রামের মোঃ শহির ইসলামের পুত্র। পুলকের মাতা রূপালী আক্তার (৪০) জানান তাদের এলাকায় উল্লেখিত ফারুকের আসা-যাওয়ার সুবাদে পুলকের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনারদিন রাতে ফারুক মোবাইল ফোনে খবর দিয়ে পুলককে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের পাছার বাজারে নিয়ে আসে। পরে সেখান থেকে কৌশলে পুলককে দৌলতাবাদ তেল্লি বিল সংলগ্ন নির্জন এলাকায় নিয়ে ফারুক ও তার অজ্ঞাতনামা ৭ জন সশস্ত্র সহযোগী হাত-পা এবং মুখ বেঁধে তাকে মারধর করে। মারধরের একপর্যায়ে পুলক মারা গেছে এই ভেবে ঘটনাস্থলে তাকে ফেলে রেখে চলে যায় তারা। এসময় তার সঙ্গে থাকা ২৭,১০০ টাকা ও দুটি মোবাইল সেট নিয়ে যায় ফারুক ও তার সহযোগীরা। পরে পুলক তার পায়ের বাঁধ খুলে দৌলতাবাদ গ্রামের সেলিম মিয়ার বাড়িতে আশ্রয় নেন। এসময় ওই বাড়ির লোকজন তার হাতের বাঁধ ও মুখের সাদা কসটেপ খুলে দেন এবং পুলকের পরিবারের লোকজনকে মোবাইলে খবর দেয়।

ওইদিন রাতেই আহত পুলককে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগের প্রেক্ষিতে গৌরীপুর থানার এস আই সাইদুল ইসলাম রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান প্রাথমিক তদন্তে স্থানীয় লোকজন পুলিশের সাথে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। #            



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই