তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-২৪

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-২৪
[ভালুকা ডট কম : ১৭ জুলাই]
নওগাঁর রাণীনগরে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃরা কেউ জেল হাজতে রয়েছে আবার কেউ জামিনে রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত মাদক ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে চলমান মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযানে গত ১৮ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত দুই মাসে ২ টি মাদক মামলায় ২৪ জনকে গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ মাদক উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট ৯৭ পিস, গাঁজা ৫ শ’ ২ গ্রাম, হেরোইন ৩৮.৯৬ গ্রাম, চোলাইমদ ৮ লিটার। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত দুই মাসে ২৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চিহিৃত মাদক ব্যাসায়ীরা জেল হাজতে রয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই