তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় শ্রমিকের উপর সেনা সদস্যের হামলা

ভালুকায় বিদ্যুতের শ্রমিকের  উপর সেনা সদস্যের হামলার অভিযোগ
[ভালুকা ডট কম : ২৮ জুলাই]
ভালুকা উপজেলায় সেনা বাহিনীর সদস্য সোরহাব উদ্দিনের হামলায় পল্লী বিদ্যুতের লাইন নির্মাণ শ্রমিক ফরিদ উদ্দিন (২৮) গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ফরিদ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার আওলাতলী গ্রামে। এ ঘটনায়  ৫জনের নাম উল্লেখ করে ভালুকা থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।   

জানাযায়,ঘটনার সময় পল্লী বিদ্যুতের লাইন নির্মাণ শ্রমিক ফরিদ উদ্দিন মোটর সাইকেল যোগে সিডস্টোর বাজারের আসার সময় রাস্তায় সেনা সদস্য সোরহাব উদ্দিন তাঁকে মোটর সাইকেল দিয়ে নিয়ে আসার জন্য সংকেত দেন। সোরহাবের সংকেত না শুনে ফরিদ মোটর সাইকেল চালিয়ে চলে আসেন। কিছুদূর পথ আসার পর ফরিদ এসে দেখেন রাস্তায় পল্লী বিদ্যুতের মালামাল নিয়ে তাঁদের একটি ভ্যান উল্টে গেছে। তিনি ভ্যানটি দেখতে পেয়ে মোটর সাইকেল নিয়ে সেখানে দাঁড়ান। পরে সেখানে সোরহাব ও এসে উপস্থিত হন ।সোহরাব তখন ফরিদকে  জিজ্ঞেস করেন কেন তাঁকে নিয়ে আসলো না? এ নিয়ে সোরহাব ও ফরিদের সাথে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে সোরহাবের বাবা জসিম,ভাই সোহেল বাড়ির অন্যান্য লোকজন এসে ঘটনাস্থলে উপস্থিত হয়।

এক পর্যায়ে সোরহাবের নেতৃত্বে জসিম,সোহেল,ইসলাম উদ্দিন ও রুবেল সহ আরও কয়েকজন মিলে  ফরিদের উপর হামলা চালায়। এতে ফরিদ গুরুতর আহত হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ফরিদকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ ঘটনায় ফরিদ বাদী হয়ে ৫জনের নামে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ফরিদের বাড়ি গাইবান্ধা জেলার শাহঘাটা থানার মানদুয়া গ্রামে তার পিতার নাম সাহেব আলী। তিনি হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলি গ্রামের ভাড়া থেকে পল্লী বিদ্যুতের ঠিকাদার নাছির উদ্দিনের আওতায় লাইন নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেন।

সোরহাব উদ্দিন জানান,সকালে আমি বাড়িতে রেব হওয়ার পর রাস্তায় এসে মোটর সাইকেল চালককে সংকেত দিলে তিনি আমাকে নিয়ে যাননি। এ নিয়ে তাঁর সাথে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে। এতে আমার শার্ট ছিড়ে গেছে। সোরহাব সেনা বাহিনীর কোন কোরে চাকরি করেন তার জানাযায়নি।

অভিযোগের তদন্তকারী এস,আই জহুরুল হক ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তিনি জানান,সেনা বাহিনীতে চাকরি করে তো তাই বেশি অহংকার দেখিয়ে পল্লী বিদ্যুতের লোকটির উপর হামলা করেছে।

প্রসঙ্গ,কয়েক বছর পূর্বে এই সোরহাব রবিন বর্মনের উপর হামলা করে তার পা ভেঙ্গে ফেলে। এ ঘটনায় রবিন মামলা করলে সোহরাব জরিমানা দিলে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই