তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ঝিনুকমালা খেলাঘর আসরের মানববন্ধন

শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে
ঝিনুকমালা খেলাঘর আসরের মানববন্ধন
[ভালুকা ডট কম : ০৩ আগস্ট]
‘‘খেলাঘর চায় না--- শিশুদের কান্না একেকটি অপমৃত্যু, একেকটি হত্যাকান্ড’’ এ স্লোগান ধারণ করে খেলাঘর কেন্দ্রীয় কমিটির আহবানে, ঝিনুকমালা খেলাঘর আসর হাসপাতাল সড়কস্থ কক্সবাজার (ডিজিটাল হাসপাতালের সামনে) ৩রা আগষ্ট, রোজ শুক্রবার সকাল ১০ টায় সকল খেলাঘরের নেতৃবৃন্দ, অভিভাবক, শুভানুধ্যায়ী ও শিশু-কিশোরদের উপস্থিতিতে এক মানববন্ধন ও প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়।

ঝিনুকমালা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমির পরিচালক ডা: চন্দন কান্তি দাশের পরিচালনায় প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা খেলাঘর আসরের সভাপতি জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বিশু, আনন্দময় খেলাঘর আসরের সভাপতি ধ্রুব মেন দে, প্রবাল খেলাঘরের কর্মকর্তা নাজিম উদ্দিন, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক বাবু দিলীপ দাশ, ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমির প্রধান সমন্বয়কারী রাজীব দেবদাশ, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা সুমি এবং ঝিনুকমালা খেলাঘর আসরের কর্মকর্তা রীতা দাশ, রূপক ভৌমিক, মো: নাসির উদিদ্ন, মিটুন কান্তি দে, ইল্লু বড়ুয়া, দীপা দাশ, তনু পাল, বৃষ্টি বড়ুয়া, নয়ন চক্রবর্তী, অতনু দাশ জয়, জয় চক্রবর্তী, পপি ভট্টাচার্য্য, এ্যানি দাশ, দূর্জয় বড়ুয়া, মো: আজিজ, মো: সালাউদ্দিন, মিশু দাশ, অর্পা দাশ, পিউ প্রমুখ।সভার অভিমত, নিরাপদ সড়ক চাই, অপমৃত্যু রোধ চাই। শিশু নির্যাতন প্রতিহত চাই, সর্বোপরি এ জেলার প্রতিটি স্কুল, কলেজ এবং গুরুত্বপুর্ণ স্থানে গতিরোধের ট্রাফিকসহ ব্যবস্থা চাই।

সংবাদ প্রেরক
সুবিমল পাল পান্না
সভাপতি/ঝিনুকমালা খেলাঘর আসর
কক্সবাজার।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই