তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

থাইরয়েড গ্রন্থির সমস্যা

থাইরয়েড গ্রন্থির সমস্যা
[ভালুকা ডট কম : ০৯ আগস্ট]
আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতি একটি অন্তঃক্ষরা গ্রন্থি বা অঙ্গ থাকে যাকে থাইরয়েড গ্রন্থি বলে। এই গ্রন্থি থেকে থাইরয়েড (T3, T4 এবং TSH) নামক হরমোন নি:সৃত হয় যা শরীরের সকল বিপাক (metabolism) ক্রিয়া নিয়ন্তত হয়। থাইরয়েড গ্রন্থির সাধারণত দুই ধরণের সমস্যা দেখা যায়, গঠনগত ও কার্যগত। গঠনগত সমস্যায় থাইরয়েড গ্রন্থি ফুলে যায় যেটাকে গয়টার (গলগণ্ড) বলা হয় যেটি হরমোন বা টিউমারজনিত। আর কার্যগত সমস্যা দুই রকমের হয়ে থাকে তা হল হাইপারথাইরয়ডিজম ও হাইপোথাইরয়ডিজম। হাইপারথাইরয়ডিজমে থাইরয়েড গ্ল্যান্ড বেশি মাত্রায় সক্রিয় ও হাইপোথাইরয়ডিজমে থাইরয়েড গ্ল্যান্ড কম অথবা একেবারেই কাজ করে না।

হাইপোথাইরয়ডিজমের লক্ষণ :
১। অবসাদগ্রস্থতা অনুভব।
২। অলসতা অনুভব।
৩। বেশি ঘুম হওয়া।
৪। খসখসে ত্বক।
৫। পা অল্প ফুলা।
৬। ক্ষুধা মন্দা।
৭। চুল পড়া।
৮। ওজন বাড়ে।
৯। স্মৃতিশক্তি কমে।
১০। কোষ্ঠকাঠিন্য।
১১। বন্ধ্যাত্বর সমস্যা।
১২। গর্ভপাত হওয়া।
১৩। ব্রেনের বিকাশ হয়না।
১৪। শিশুর উচ্চতা কম হয়।
১৫। বেশি শীত শীত লাগা।
১৬। স্বরভঙ্গ হওয়া।
১৭। মাসিকের সমস্যা।

হাইপারথাইরয়ডিজমের লক্ষণ:
১। ক্ষুধা খুব বাড়ে।
২। ওজন কমে যায়।
৩। প্রচন্ড গরম লাগে।
৪। বুক ধড়ফড় করে।
৫। মেজাজ খিটখিটে।
৬। মাসিকের সমস্যা।
৭। ত্বক কালো হয়ে যায়।
৮। হার্টের সমস্যা হয়।
৯। ব্লাড প্রেশার বেড়ে যায়।
১০। হাড়ের ক্ষয় শুরু হয়।
১১। চোখ বেরিয়ে আসে।
১২। হাড়ের জোড়া ব্যথা।
১৩। বন্ধ্যাত্ব হতে পারে।
১৪। পাতলা পায়খানা।
১৫। হাত পায়ে কম্পন।
১৬। ঘুমের সমস্যা।

থাইরয়েড সমস্যার পরীক্ষা :
রক্তে T3, T4, FT3, TSH, থাইরয়েড স্ক্যান ও আল্ট্রাসনোগ্রাফী করে রুগ নির্ণয় করা হয়।
থাইরয়েড সমস্যার চিকিৎসা :
চিকিৎসকগন হাইপার থাইরয়েডিজম (methimazole) এবং হাইপো থাইরয়েডিজম (levothyroxine) ওষুধের দ্বারা চিকিৎসা করেন। টিউমার হলে কোন কোন রুগীদের ক্ষেত্রে অপারেশন লাগতে পারে।
প্রতিরোধ: আয়োডিনযুক্ত লবণ খেলে হাইপোথাইরয়েডিজম কম হয়।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

স্বাস্থ্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই