তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

হালুয়াঘাটে এক বিদ্যালয়ে দুই প্রধান শিক্ষক

হালুয়াঘাটে এক বিদ্যালয়ে দুই প্রধান শিক্ষক!পড়ালেখায় বিঘ্ন
[ভালুকা ডট কম : ২০ আগস্ট]
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে মোছাঃ তাহমিনা খাতুন ও বনানী পাল নামে দুইজন দায়িত্ব পালন করে আসছেন। যে কারনে বিদ্যালয়ে লেখাপড়ার মান বিঘ্নিত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করতে গেলে  দুইজনকেই বিদ্যালয়ে উপস্থিত পাওয়া যায়।

দেখা যায়, প্রধান শিক্ষক দাবীদার দুজনই আলাদা আলাদা শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করে চলছেন।একইসাথে দুইজনই নিজেদেরকে বৈধ প্রধান শিক্ষক বলে দাবী করে আসছেন। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এ বিষয়ে প্রধান শিক্ষক তাহমিনা খাতুনের কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি গত ২৩ এপ্রিল অফিস আদেশ মূলেই অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন। বৈধতার প্রশ্নে তার শতভাগ প্রমান রয়েছে।

অপরদিকে প্রধান শিক্ষক বনানী পাল বলেন, তিনিও অফিস আদেশ মূলেই এই বিদ্যালয়ে গত ১২ মে তারিখে যোগদান করেছেন। পরবর্তীতে দুইজনের আদেশই স্থগিত করেছেন বলে জানান। তিনি বলেন,  এই বিষয়ে সুরাহা কর্তৃপক্ষই দিবেন।আমাকে এই বিদ্যালয়ে থাকার অনুমতি দিয়েছেন, এমনকি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকেও ডিডি স্যার ফোন করে বলে দিয়েছেন বলে জানান।

জানা যায়, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ইন্দু ভূষন দেব গত ২ আগষ্ট স্বাক্ষরিত চিঠিতে তাহমিনা খাতুন ও বনানী পাল দুইজনেরই পদায়ন আদেশ স্থগিত করেছেন। যে কারনে এই মুহুর্তে দুজনের মাঝে কেউই অত্র জুগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বৈধ প্রধান শিক্ষন নন বলে জানা যায়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুখলেছুর রহমান মজনু বলেন, প্রথমে অর্ডার হয় তাহমিনার। পরে আবার বনানীরও অর্ডার হয়। দুইজনই বর্তমানে বিদ্যালয়ে আসেন। তিনি এর সুরাহা চান।

এলাকাবাসীর দাবী, অনতিবিলম্বে এই সমস্যার সমাধান করে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা।এই বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসাইন মোহাম্মদ ফারুক বলেন, এই ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। খুব শীগ্রই একটা সমাধান তারা গ্রহণ করবেন বলে জানান।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই