তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ইরাকে দায়েশের শীর্ষ কমান্ডার নিহত

ইরাকে দায়েশের শীর্ষ কমান্ডার নিহত
[ভালুকা ডট কম : ২৬ আগস্ট]
ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত হয়েছে। ইরাকের দিয়ালা প্রদেশে সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ওই কমান্ডার নিহত হয়। দিয়ালা প্রদেশের অপারেশন কমান্ডার আহমেদ আশ-শিমারি জানিয়েছে, প্রাদেশিক রাজধানী বাকুবা থেকে ২৫ কিলোমিটার উত্তর-পূর্বে এমখিসা এলাকার একটি বাগানে সন্ত্রাসীদের দুই গ্রুপের সংঘর্ষ বাধে এবং আবু আহমেদ নামে পরিচিত ওই সন্ত্রাসী কমান্ডার নিহত হয়।

শিমারি জানিয়েছে, ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার প্রতিষ্ঠাতা আবু মুসাব আয-যারকাবির অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিল আবু আহমেদ। ২০০৬ সালে মার্কিন হামলায় নিহত হয়েছিল যারকাবি। ২০১৪ সালে দায়েশ সন্ত্রাসীদের সঙ্গে যোগ দেয় ইরাকি নাগরিক আবু আহমেদ এবং দ্রুতই সে দিয়ালা প্রদেশের গুরুত্বপূর্ণ কমান্ডার হয়ে ওঠে। এদিকে, দিয়ালা প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দায়েশের আরো দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া, মসুলে সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানে নিহত হয়েছে দায়েশের ১০ সন্ত্রাসী।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

দেশের বাহিরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই