তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরের আব্দুল আলীর ২য় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

গৌরীপুরের সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল আলীর ২য় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার
[ভালুকা ডট কম : ০১ সেপ্টেম্বর]
গৌরীপুর পৌরসভার সাবেক দু’বারের নির্বাচিত চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলীর ২য় মৃত্যুবার্ষিকী ৪ সেপ্টেম্বর মঙ্গলবার। মরহুমের ২য় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে পারিবারিকভাবে গ্রামের বাড়ি বোকাইনগরের কৃষ্ণপুর গ্রামে ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া গত শুক্রবার বাদ জুম্মা গৌরীপুর পৌর এলাকা ও বোকাইনগরে প্রায় শতাধিক মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

১৯৫০ সনে বোকাইনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এক দরিদ্র পরিবারে জন্ম নেয়া মরহুম আব্দুল আলী ছাত্র জীবন থেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, গৌরীপুর কলেজ ছাত্র সংসদের সম্পাদকম-লীর সদস্যের দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে তিনি পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে কমিশনার নির্বাচন করে বিজয়ী হন। ১৯৮৯ সালে প্রথমবার পৌর চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সে সময় ভারতের বাবরী মসজিদ বিরোধে সৃষ্ট সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে গৌরীপুর পৌর এলাকায় তিনি নিজে মাঠে অবস্থান নিয়ে কঠোর হস্তে তা নিয়ন্ত্রণ করেন। যে কারণে সাম্প্রদায়িক একটি গোষ্ঠী তার প্রতি বিরাগভাজন হলেও হিন্দু কমিউনিটির মানুষের হৃদয়ে তিনি স্থায়ী আসন করতে সক্ষম হন। এছাড়া তার অত্যন্ত সাদামাঠা জীবন-যাপনের কারণে অতি দরিদ্র শ্রেণির মানুষের অত্যন্ত কাছের মানুষ ছিলেন তিনি। রাজনৈতিক জীবনেও তিনি পরপর তিনবার সরাসরি কাউন্সিলরদের ভোটে গৌরীপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এছাড়া বর্তমান উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ছিলেন মরহুম আব্দুল আলী।

উত্তর ময়মনসিংহের ৭টি উপজেলা নিয়ে আলাদা জেলা করার দাবিতে গঠিত ‘গৌরীপুর জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটি’র আহ্বায়ক ছিলেন তিনি। ব্যবসা ক্ষেত্রেও তিনি ছিলেন একজন সফল ব্যক্তি। গৌরীপুরে ট্রান্সপোর্ট তথা পরিবহন ব্যবসার শুরুতে তিনি ছিলেন অগ্রপথিক। গৌরীপুরের প্রথম মিনিবাস সার্ভিস তার কেনা মিনিবাস দিয়েই চালু হয়েছিল। এছাড়া গৌরীপুরে ১৯৮৭ সালে প্রথম রাইস মিল তৈরি করেন তিনি। ২য় মেয়াদে চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি দুর্ঘটনা রোধে পৌর এলাকার কেন্দ্রস্থল হারুণ পার্ক থেকে বাস স্টেশন বর্তমান স্থানে স্থানান্তর ২য় পৌর গোরস্থান জান্নাতুল বাকি, গৌরীপুর পৌর এলাকায় বিভিন্ন বাজারে বাজার সেডসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ তার সময়ে বাস্তবায়ন করা হয়।

অত্যন্ত সহজ-সরল ও সাধারণ জীবন-যাপন করা এ মানুষটি ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের ২য় সন্তান সাবেক প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন জুয়েল তার পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শোক সংবাদ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই