তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বেনাপোলে স্বর্নের বারসহ পাসপোর্ট যাত্রী আটক

বেনাপোলে ৮’পিস স্বর্নের বারসহ পাসপোর্ট যাত্রী আটক
[ভালুকা ডট কম : ১৮ সেপ্টেম্বর]
যশোরের বেনাপোল চেকপোষ্ট থেকে মঙ্গলবার সকাল ৯ টার সময় মাসুদুর রহমান নামে এক পাসপোর্ট যাত্রীকে তার পায়ু পথে লুকিয়ে ৮ পিছ স্বর্নের বার পাচারের সময় আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা। কাস্টমস ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে যাওয়ার সময় তাকে বহির্গমন থেকে তাকে আটক করে। আটককৃত মাসুদ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চাঁদের হাট গ্রামের আদুল খালেকের ছেলে। তার পাসপোর্ট নং-বিএইচ-০৮৭১৩৭০।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সহকারী পরিচালক নিপুন চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারকারী পাসেপোর্ট যাত্রী মাসুদকে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস গেট থেকে আটক করা হয়। পরে তাকে জুস ও পানি পান করায়ে তার পায়ু পথ থেকে ৮ পিছ স্বর্নের বার উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মুল্য ৪০ লক্ষ টাকা। এসময় তার সাথে ছিল শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা আকবর হোসেন, ইন্সপেক্টর শাহজাহান, সিপাহী খলিল, ইমাম হোসেন ও জাহাঙ্গীর হোসেন।আটককৃত আসামিকে স্বর্ন চোরাচালান মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই