তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কালিয়াকৈরে ব্যবসায়ী খুন,কর্মচারী পলাতক

কালিয়াকৈরে ব্যবসায়ী খুন,কর্মচারী পলাতক
[ভালুকা ডট কম : ২১ নভেম্বর]
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায়  ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক মোঃ ছাদেক  নৃশংসভাবে   খুন হয়েছে।  মঙ্গলবার রাতে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের ভিতরেই এঘটনা ঘটে।

বুধবার  সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।  ঘটনার পর থেকে নাজমুল হোসেন নামে তার  ওয়ার্কসপের এক  কর্মচারী পলাতক রয়েছে। নিহত ছাদেক  নাটোরের লালপুর থানার গধুয়া এলাকার কদ্দুস শেখের ছেলে ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোঃ ছাদেক কয়েক বছর পূর্বে উপজেলার সফিপুর এলাকার হোসেনের বাড়ি ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস শুরু  করে । পরে সফিপুর বাজার এলাকায় রশিদ নুরজাহান প্লাজা ভাড়া নিয়ে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের  ব্যবসা শুরু  করে।  ছাদেক হোসেন প্রতিদিনের মত মঙ্গলবার  সকালে  ওয়ার্কসপে যান।  ওইদিন  রাত অনুমান  ১০টার দিকে তার ওয়ার্কসপের ভিতরেই তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাজার পাহাড়াদার ও এলাকাবাসী। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে  মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে   স্থানীয় সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে পরীক্ষানিরীক্ষার পর  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ   বুধবার সকালে ওই হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য  গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্দে  মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের কর্মচারী নাজমুল হোসেন পলাতক রয়েছে। কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিতকরেছেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই