তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

গৌরীপুরে ছাত্রলীগ নেতা মেহেদীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের
[ভালুকা ডট কম : ০৬ ডিসেম্বর]
ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান খানের (২২) ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আহত মেহেদীর পিতা এমাদ হোসেন খান (৬৫) বাদী হয়ে ঘটনার সাথে জড়িত নাম উল্লেখসহ ৪ জন ও অজ্ঞাত ৪ জনকে আসামী করে সোমবার (৩ ডিসেম্বর) গৌরীপুর থানায় এ মামলা করেন।

গৌরীপুর থানার মামলা নং-৩/২৯৮। মামলার আসামীরা হলেন- গৌরীপুর পৌরসভার নতুন বাজার এলাকার আয়ূব খানের ছেলে মাহফূজ আলম খান রিয়েন (২০), স্টেশন রোড এলাকার বাদশা মিয়ার ছেলে সায়মন আহমেদ অন্তর (২০), মৃত ছিদ্দিক মিয়ার ছেলে শরীফ মিয়া (২০) ও গুজিখা গ্রামের আক্কাছ আলীর ছেলে লোকমান হোসেন রানা। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেছেন।

এমাদ হোসেন খান সাংবাদিকদের জানান, দোকান বাকী টাকায় চাওয়ায় রোববার (২ ডিসেম্বর) বিকেলে উল্লেখিত রিয়েনের নেতৃত্বে ৬ জন ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে উত্তর বাজার এলাকায় খান মার্কেটের লাবিব ফ্যাশনে তার ছেলে মেহেদীর ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে মেহেদীর সারা শরীরে মারত্মক রক্তাক্ত জখম করে। আহত মেহেদীকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার কারন হিসেবে জানতে চাইলে এমাদ হোসেন জানান, লাবিব ফ্যাশন নামে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে প্রায় এক বছর পূর্বে ২৭ শ টাকার পোশাক বাকী নিয়েছিল রিয়েন। পরবর্তীতে রিয়েনের কাছে বিভিন্ন সময় মেহদী দোকান বাকীর টাকা চাইলে আজ দিবে কাল দিবে এভাবে ঘুরাতে ছিল। ১৫ দিন পূর্বে রিয়েনের কাছে পুনরায় দোকান বাকীর টাকা চাওয়ায় সে ক্ষিপ্ত হয়ে মেহেদীকে খুন জখমের হুমকী প্রদর্শন করে। এরই জের ধরে ঘটনার দিন রিয়েন তার সহযোগীদের নিয়ে সশস্ত্র হামলা চালিয়ে মেহেদীকে রক্তাক্ত জখম করে মারাত্মক আহত করে। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই