তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

শরিকদের জন্য ৫৫ থেকে ৬০টি আসন ছেড়েছে আওয়ামী লীগ-কাদের

শরিকদের জন্য ৫৫ থেকে ৬০টি আসন ছেড়েছে আওয়ামী লীগ-কাদের
[ভালুকা ডট কম : ০৭ ডিসেম্বর]
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিকদের ৫৫ থেকে ৬০টি আসন দেয়া হয়েছে। তবে দু’একটি এদিক সেদিক হতে পারে, যা আজকালের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। আগামীকাল (শনিবার) চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেয়া হবে। আজ (শুক্রবার) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, শরিক দলগুলোর যেসব প্রার্থীকে আসন দেয়া হয়েছে, তারা নৌকা মার্কায় নির্বাচনে অংশ নেবেন। এর বাইরে শরিক দলগুলো নিজ নিজ মার্কায় আলাদাভাবে নির্বাচন করতে পারে, আমরা উন্মুক্ত করে দিয়েছি। যেমন জাতীয় পার্টি দু'শ'র বেশি আসনে প্রার্থী দিয়েছে। অন্য চাইলেও পারবে, আমরা তাদের বলে দিয়েছি।  ১৭টি আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী ছিল। সেখান থেকে একজন করে এনেছি। তাদের চূড়ান্ত চিঠি দিয়েছি। সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পার্টিকে ৪০ থেকে ৪২টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ৫টি, জাসদকে (ইনু) ৩টি, জাসদকে (আম্বিয়া) একটি, তরিকত ফেডারেশনকে দুটি, বিকল্পধারাকে তিনটি, জাতীয় পার্টিকে (জেপি) দুইটি আসন ছেড়ে দেয়া হয়েছে।

এদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা-৮; ফজলে হোসেন বাদশা, রাজশাহী-২; জাসদ সভাপতি হাসানুল হক ইনু, কুষ্টিয়া-২; শিরীন আখতার, ফেনী-১; জাসদের (আম্বিয়া) মইনউদ্দিন খান বাদল, চট্টগ্রাম-৮; তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারী, চট্টগ্রাম-২; জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর-২; বিকল্প ধারার মাহী বি চৌধুরী, মুন্সীগঞ্জ-১; এবং মেজর (অব.) আব্দুল মান্নান, লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচন করবেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই