তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

সখীপুরে ছাত্রলীগ-ঐক্যফ্রন্টের সংঘর্ষ

সখীপুরে ছাত্রলীগ-ঐক্যফ্রন্টের সংঘর্ষ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি গ্রেফতার
[ভালুকা ডট কম : ১৮ ডিসেম্বর]
টাঙ্গাইলের সখীপুরে রোববার সন্ধ্যায় কচুয়া বাজার এলাকায় ছাত্রলীগের সাথে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তিন জন আহত হয়।

এ ঘটনায় রাতেই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সজিব আহমেদ বাদী হয়ে কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কমিটির সহ-সভাপতি আবদুল হালিম সরকার লাল, উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান,কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল, পৌরকমিটির সভাপতি আবু জাহিদ রিপন, সাধারণ সম্পাদক নাজমুল তালুকদার, বিএনপি নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবুর রেজাসহ অজ্ঞাত ৫৪ জনের নামে সখীপুর থানায় মামলা করেন। এরপর পরই রাত ৮টার দিকে সখীপুর পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বর এলাকায় ঐক্যফ্রন্টের প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের মেয়ে কুড়ি সিদ্দিকীর প্রচার গাড়ি ভাঙচুর করে নৌকার কর্মী-সমর্থকরা।

পুলিশ ওই রাতেই উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমানকে গ্রেফতার করে সোমবার তাকে আদালতে পাঠিয়েছে। এ ব্যাপারে ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী মামলা এবং গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানান।

কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবীবুন নবী সোহেল বলেন, কচুয়া বাজারে ধানের শীষের কর্মীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায় এবং সখীপুর বাজারে আমাদের প্রচারের গাড়ি ও মাইক ভাঙচুর করে।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা করা হলে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমানকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই