তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

শীতকালে শিশুর যত্ন নিতে করণীয়

শীতকালে শিশুর যত্ন নিতে করণীয়
[ভালুকা ডট কম : ২০ ডিসেম্বর]
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু পরিবর্তন এদেশে একটি সাধারণ নিয়ম। ষড়ঋতুর অন্যতম হলো শীতকাল। শীত আসলে শিশুদের ঠান্ডা, জ্বর, হাঁচি-কাশি ও নিউমোনিয়া হয়। তাই শীতে শিশুদের নিচের যত্নগুলো নেয়া খুব জরুরী।

১। ঠান্ডা খাবার না দেওয়া: খাবার, পানীয়, আইসক্রিম, ফ্রিজে রাখা ফল না খাওয়া। তবে ফল ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে তাপমাত্রা স্বাভাবিক হলে খাবে।
২। হালকা গরম পানি পান: শিশুদের শীতকালে হালকা গরম পানি পান করানো। ঠান্ডা পানি পানে সর্দি, কাশি-জ্বর, টনসিলাইটিস, ফেরিন্জাইটিস ও নিউমোনিয়া হতে পারে।
৩। গরম কাপড় পরিধান: শিশুদের পর্যাপ্ত গরম কাপড়ে মাথা, গলা, হাত-পা ঢেকে রাখা। তবে বেশি শীতে বেশি কাপড় ও কম শীতে কম কাপড়।
৪। সকালে রোদ লাগান: সকালের রোদের ফলে শরীরে জন্ডিস কমে ও  ভিটামিন ডি কার্যকর হয়।
৫। হাত-পা মুখ ধুয়ে মুছে দিন: শিশুদের হাত-পা এবং মুখ কুসুম গরম পানিতে ধুয়ে ভেজা নরম কাপড়ে মুছে দিন।
৬। পোশাক পরিষ্কার: পোশাক-পরিচ্ছেদ পরিষ্কার রাখা জরুরী।
৭। নিয়মিত গোসল: শীতকালে শিশুকে রোদেলা দিনে দুপুর ১২টার দিকে কুসুম গরম পানিতে অল্প সময়ে গোসল দিন। আকাশ কুয়াশাচ্ছন্ন হলে গোসল জরুরী নয়।
৮। বেবী ওয়েল: শিশুর ত্বক খসখসে হলে গোসলের পর অলিভ ওয়েল বা বেবি ওয়েল দিন।
৯। জুতা পায়ের অভ্যাস: শীতে শিশুদের জুতা বা স্যান্ডেল পায়ে দেয়ার অভ্যাস করতে হবে।
১০। ফলমূল খাওয়ানো: শীতকালে শীতকালে ফলমূল দিন।

আমাদের সচেতনতায় গড়ে উঠবে একটি সুস্থ সবল শিশু। আগামী দিনের দেশের ভবিষ্যত্‍।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নারী ও শিশু বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই