বিস্তারিত বিষয়
সরকার গার্মেন্ট শিল্পকে নিয়ে বিপজ্জনক খেলায় মেতেছে-রিজভী
সরকার গার্মেন্ট শিল্পকে নিয়ে বিপজ্জনক খেলায় মেতেছে-রিজভী
[ভালুকা ডট কম : ১৫ জানুয়ারী]
সরকার গার্মেন্ট শিল্পকে নিয়ে বিপজ্জনক খেলায় মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (মঙ্গলবার) নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী অভিযোগ করেন, রপ্তানী আয়ের সবচেয়ে বড় উৎস গার্মেন্ট শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সরকার।
তিনি বলেন, মালিক-শ্রমিকদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি গার্মেন্ট শিল্প এখন বন্ধ হওয়ার উপক্রম। গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নির্ধারণ করে তা মালিকদের মাধ্যমে বাস্তবায়ন করতে সরকারের ব্যর্থতা গত কয়েকদিন ধরে ফুটে উঠেছে। বিদেশি কাউকে সুবিধা দিতে এর পেছনে সরকারের অসদুদ্দেশ্য কাজ করছে বলেই দেশের জনগণ বিশ্বাস করে। অতীতেও আপনারা দেখেছেন-স্বাধীনতার পর কিভাবে আওয়ামী লীগ পাট শিল্পকে ধ্বংস করেছে। বড় বড় পাটের গুদাম ও মিল-কলকারখানা কিভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছিল তা জনগণ এখনও ভুলে যায়নি। এটা কাদের স্বার্থে করা হয়েছিল সেটাও জনগণ জানে। এখন ভুয়া ভোটের সরকার গার্মেন্ট শিল্পকে নিয়ে বিপজ্জনক খেলায় মেতেছে।
রিজভী বলেন, গার্মেন্ট শ্রমিক আন্দোলন দমাতে হত্যা, লাঠিচার্জে ক্ষত-বিক্ষত করা ও ব্যাপক গ্রেপ্তারের মধ্যদিয়ে কোন সমাধান আসবে না। অবিলম্বে দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস এই গার্মেন্ট শিল্পকে রক্ষা করতে সব পক্ষকে এগিয়ে আসতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি মানতে হবে এবং আলোচনার ভিত্তিতে উদ্ভুত সমস্য সমাধানে উদ্যোগ নিতে হবে। শুধুমাত্র অলীক তৃতীয় পক্ষ বা অন্যের হাত আছে এসব বলে সংকটের সমাধান হবে না। বর্তমান অবৈধ সরকার চালের বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূণরূপে ব্যর্থ হয়েছে। গত কয়েকদিনে ফের কয়েকদফা চালের দাম বেড়েছে। প্রতি কেজি চালের দাম গত এক সপ্তাহে বেড়েছে ৬ থেকে ৮ টাকা। সরকারদলীয় সিন্ডিকেটের লোকেরাই কারসাজি করে এই দাম বৃদ্ধি করছে। দশ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলে একসময় ভোট চাইলেও বর্তমানে মোটা চালের দামও পঞ্চাশ টাকার নিচে নয়। অন্যান্য চাল ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গত পরশু খাদ্যমন্ত্রী বলেছেন- ইজ্জত রক্ষার্থে চালের বাজার স্থিতিশীল রাখুন। কিন্তু ব্যবসায়ীরা মন্ত্রীর ইজ্জত রেখেছেন চালের দাম আরও বৃদ্ধি করে। জনগণের ভোটে এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হলে ইজ্জত ঠিকই থাকত। সিন্ডিকেটের লোকেরা ভোট ডাকাতির নির্বাচনে সহযোগিতা করে এখন ফায়দা নিতেই চালের দাম বৃদ্ধি করেছে। তাদের বিরুদ্ধে এ্যকশন নেয়ার ক্ষমতা খাদ্যমন্ত্রীর আছে কি না সেটিই বড় প্রশ্ন। কারণ চারিদিকে সরকারী দুর্নীতির জয়জয়কার। গরীব মানুষের পকেট কেটে বিপুল অর্থ লুটে নিচ্ছে সিন্ডিকেট। আর এদিকে দেশের জনগণকে দুঃসহ জীবন-যাপনে বাধ্য করা হচ্ছে। চালের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষরা ক্ষুধার্ত থাকছে। এই চালের মৌসুমেও চালের দরের ঊর্ধ্বগতি সামনের মাসগুলোতে খাদ্য সংকটকে আরও ঘনীভূত করবে। চালের দাম বৃদ্ধিতে সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা জানান রিজভী।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
চকবাজারে অগ্নিকাণ্ড নিয়ে চলছে দোষারোপের রাজনীতি [ প্রকাশকাল : ২৩ ফেব্রুয়ারী ২০১৯ ০৬.৩০ অপরাহ্ন]
-
বৈষম্যের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর লড়াই করতে হবে [ প্রকাশকাল : ২২ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.০০ অপরাহ্ন]
-
সংসদ নির্বাচনে অনিয়ম নিয়ে গণশুনানি জনগণের জন্য-ড. কামাল [ প্রকাশকাল : ২২ ফেব্রুয়ারী ২০১৯ ০৫.৩০ অপরাহ্ন]
-
চকবাজারে অগ্নিকাণ্ডের আশপাশে কেমিকেল কারখানা ছিল না [ প্রকাশকাল : ২১ ফেব্রুয়ারী ২০১৯ ০৬.১৮ অপরাহ্ন]
-
ভাষা আন্দোলন ও ৫২-এর চেতনা ভূলুণ্ঠিত- ফখরুল [ প্রকাশকাল : ২১ ফেব্রুয়ারী ২০১৯ ০৬.১৫ অপরাহ্ন]
-
খালেদা জিয়া কোথায়?কারা কর্তৃপক্ষ কে আদালত [ প্রকাশকাল : ২০ ফেব্রুয়ারী ২০১৯ ০৩.০০ অপরাহ্ন]
-
একুশের চেতনা স্বাধীনতার সূচনা- মোস্তফা [ প্রকাশকাল : ১৯ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.০৫ অপরাহ্ন]
-
সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ [ প্রকাশকাল : ১৮ ফেব্রুয়ারী ২০১৯ ০৫.০০ অপরাহ্ন]
-
খালেদা জিয়াকে বন্দি রেখে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়-মোশাররফ [ প্রকাশকাল : ১৭ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.০০ অপরাহ্ন]
-
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অনেকদুর এগিয়ে গেছে-খাদ্যমন্ত্রী [ প্রকাশকাল : ১৬ ফেব্রুয়ারী ২০১৯ ০৭.০০ অপরাহ্ন]
-
নতজানু পররাষ্ট্রনীতির কারণে সার্বভৌমত্বে আঘাত-রিজভী [ প্রকাশকাল : ১৬ ফেব্রুয়ারী ২০১৯ ০৫.০০ অপরাহ্ন]
-
ইসির ইমামতিতে গণতন্ত্রের কবর হয়েছে-জাফরুল্লাহ [ প্রকাশকাল : ১৫ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.০২ অপরাহ্ন]
-
গণতন্ত্রের নাম নিয়ে সরকার স্বৈরাচারী আচরণ করছে-মঈন খান [ প্রকাশকাল : ১৫ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.০০ অপরাহ্ন]
-
মামলা আর নালিশই ঐক্যফ্রন্টের সম্পদ-কাদের [ প্রকাশকাল : ১৪ ফেব্রুয়ারী ২০১৯ ০৩.৩১ অপরাহ্ন]
-
তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে অগ্রগতি বাধা ও করণীয় [ প্রকাশকাল : ১৩ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.৩০ অপরাহ্ন]